ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ

প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)


আগামী ১৪ জুন অনুষ্ঠিত হবে ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচন। একারণে প্রেসিডেন্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের নির্বাচনী আইনের ৬০ নম্বর ধারা অনুযায়ী ঘোষিত এই তালিকা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চূড়ান্ত ৮ জন প্রার্থী হলেন- ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলি, সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ আদেল, বিশেষজ্ঞ পরিষদের সচিব মোহসেন রেজায়ি, সাবেক ডেপুটি স্পিকার হাসান রুহানি, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ, মোহাম্মাদ কারাযি, তেহরানের বর্তমান মেয়র মোহাম্মাদ বাকের কলিবফ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আলী আকবর বেলায়েতি।

তবে, ইরানের ১১৫ জন সংসদ সদস্য আপত্তি জানানোর কারনে এ তালিকায় আলোচিত প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানির নাম নেই। তাকে বর্তমান প্রেসিডেন্ট আহমাদিনেজাদের মনোনীত প্রার্থী বলে সবাই জানে।

তালিকায় রাফসানজানি না থাকায় প্রেসিডেন্ট আহমাদিনেজাদ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে নির্বাচনকে কেন্দ্র করে আয়াতুল্লা আল খামেনি ও আহমাদিনেজাদের মধ্যে বিরোধের আভাস পাওয়া যাচ্ছে।

প্রতিবেদন : শাহারিয়ার রহমান
সম্পাদনা : আতিক আহম্মেদ অর্পণ
এসআর – ২৪/৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)