কাবুলে জঙ্গি হামলায় নিহত ৭


প্রস্তুতি : আর্ন্তজাতিক (প্রতিমুহূর্ত.কম)

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক জঙ্গি হামলায় গতকাল ২৪ মে শুক্রবার কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। হামলার সময় বিকট বিস্ফোরণের পাশাপাশি কয়েক ঘণ্টা ধরে বন্দুক যুদ্ধের ঘটনাও ঘটে। নিহতদের মধ্যে একজন আফগান পুলিশ কর্মকর্তাসহ হামলাকারীদের পাঁচজন রয়েছে।

এ সময় বন্দুকধারী হামলাকারীরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন বা আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থার বিদেশি কর্মকর্তাদের ব্যবহার করা একটি অতিথিশালায় ঢুকে পড়ে। ইতালিয়ান বংশোদ্ভূত এমন একজন নারীসহ নেপালি তিন প্রহরী এ সময় আহত হন।

কাবুলের পুলিশ প্রধান আইয়ুব সালাঙ্গি বলেছেন, হামলাটি ছিল বেশ পরিকল্পিত ও সু-সমন্বিত, যার লক্ষ্য ছিল কাবুলের জাতিসংঘ মিশন। পরে তালিবানদের একজন মুখপাত্র এই আক্রমণের দায়িত্ব শিকার করে বিবিসিকে বলেছে সিআইএ-র প্রশিক্ষকদের লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।

উল্লেখ্য,গত সপ্তাহে কাবুলে বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের একটি গাড়ি বহর আতœঘাতি গাড়ি বোমা হামলার শিকার হলে ১৫ জন নিহত হন। 

সূত্র: বিবিসি।

প্রতিবেদন: শাহারিয়ার রহমান
সম্পাদনা : আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর

এসআর-২৫/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)