ইতালির নির্বাচনে প্রথমবার প্রার্থী হলেন বাংলাদেশি নারী

 প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম) --

বাংলাদেশের মেয়ে সীমা দাস চৌধুরী ইতালির রাজধানী রোমে আসন্ন ২০১৩ সালের মিউনিসিপ্যাল নির্বাচনে কমিউনিস্ট দলের প্রার্থী মনোনীত হয়েছেন। এরই মধ্য দিয়ে প্রথমবার কোনো প্রবাসী বাংলাদেশি নারী ইতালির কোনো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।

আগামী ২৬-২৭ মে অনুষ্ঠেয় মিউনিসিপ্যাল নির্বাচনে রোমের পুরাতন ৬ ও ৭নং ওয়ার্ড মিলিয়ে বর্তমান ৫নং ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নেবেন সীমা।

রোমের তরপিনাত্তারার পিসিআই হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ফ্রানসেস্কো আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে সীমা দাস চৌধুরীর নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সীমা দাস চৌধুরী  বলেন, “জয়ী বা বিজয়ী যাই হই না কেন, আমি অবশ্যই প্রবাসীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবো।”

তিনি আরও জানান, ইমিগ্রেশন সংক্রান্ত অধিকার, শিশুদের জন্মগত নাগরিক অধিকার, বাসস্থানসহ যেকোনো অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকবেন।

আসন্ন এই নির্বাচনে ৫নং কমুনে ছাড়াও কমুনে দি রোমায় বসবাসকারী ইতালিয়ান এবং পার্সর্পোটধারী প্রবাসীরা শুধু ভোট দিতে পারবেন।


আরএম-২৪/৫-৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)