পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নীলের ভেতর কী জাদু আছে (কথা: বিপুল হাসান/সুর ও কণ্ঠ: এসআই টুটুল)

ছবি
নীলের ভেতর কী জাদু আছে কথা: বিপুল হাসান/ সুর ও কণ্ঠ: এসআই টুটুল) নীলের ভেতর কি জাদু আছে নীলরঙ্গা শাড়ি কন্যার নীল রঙ্গা শাড়ি সেই নীলের ভেতর ডুবাইলাম আমার বসতবাড়িরে আমার বসতবাড়ি রে আমার বসতবাড়ি। নীলাম্বরী শাড়ি কন্যার রে কন্যার নাম রেখেছি নীলাম্বরী রে...। সুখের ডিঙ্গ বাও বন্ধুরা আমার সঙ্গী জল সখি হে অমার সঙ্গী জল পধিক অামি একলা পথের অন্তরে অনল রে অন্তরে অনল। নীলাম্বরী শাড়ি কন্যার রে কন্যার নাম রেখেছি নীলাম্বরী রে...। নদীর দুঃখে সাগর কান্দে জোয়ার ভাটায় ঢেউ রে জোয়ার ভাটায় ঢেউ। মনের ব্যথা মনে রইলো না শুনিলো কেউ রে না শুনিলো কেউ। নীলাম্বরী শাড়ি কন্যার রে কন্যার নাম রেখেছি নীলাম্বরী রে...। নীলের ভেতর কি জাদু আছে নীলরঙ্গা শাড়ি কন্যার নীল রঙ্গা শাড়ি সেই নীলের ভেতর ডুবাইলাম আমার বসতবাড়িরে আমার বসতবাড়ি রে আমার বসতবাড়ি।

সাবধান, ঢাকার বাজারে প্লাস্টিক চাল

ছবি
রাজধানীসহ দেশের খুচরো বাজারে ঢুকে গেছে, চীনে তৈরি প্লাস্টিকের চাল। মিনিকেট, নাজির শাইল আর বাঁশমতির মতো চেনা-পরিচিত নামেই তা বিক্রি বিক্রি হচ্ছে খোলা বাজারে। প্লাস্টিকের এই চাল হাঁড়িতে ফুটে ভাতও হবে। কিন্তু জানতেও পারবেন না, আপনি যে চালের ভাত খেলেন সেটা কৃত্রিম চাল, আসলে প্লাস্টিক ছাড়া কিছু নয়। ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের পর বাংলাদেশের বাজারেও চীনে তৈরি প্লাস্টিকে চাল ঢুকে পড়েছে।

সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি (ফোক ফিউশন)

ছবি
সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি ফোক ফিউশন সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি গগণেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুরো নদী সেই নদীকে মনে হইলো অকুল জলধি রে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি গগণেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি উইড়া যায় রে ছকুয়ার পঙ্খী পইড়া রইলো ছায়া কোন পরাণে বিদেশ হইলা ভুলি দ্যেশের মায়া রে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি।।

২০০৯ সালে দেয়া সাক্ষাৎকারে ফেরদৌসী প্রিয়ভাষিণী: বীরাঙ্গনা পরিচয়ে আমি গর্বিত

ছবি
প্রিয় লাল-সবুজ দেশটিকে বিদায় বলে অবিনাশী জগতে চলে গেছেন মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারে প্রাপ্ত এই সংশপ্তক নারী মারা গেছেন গত ৬ মার্চ মঙ্গলবার। নির্যাতনে নুয়ে না পড়ে সৃজনশীলতার বাগানে ফুল ফোটানোর অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তিনি।গাছের শিকড়-বাকল, ডালপালা, কাঠের টুকরো ইত্যাদি ব্যবহারে তিনি গড়েছেন আশ্চর্য সব শিল্পকর্ম। কাঠের বুকে হাতুড়ি-বাটাল ঠুকে ভাস্কর্য রচনা করে খ্যাতি কুড়িয়েছেন। একাত্তর নির্যাতিত এই বীরাঙ্গনার বয়ানে জাতি জেনেছে পাকিস্তানি হায়েনাদের লোলুপ বর্বরতার ইতিহাস। মুক্তিযুদ্ধে পাকিস্তানি সৈন্যদের ভয়াবহ ধর্ষণ সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনিই একমাত্র জবানবন্দি-দানকারী। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। এর আগে ২০১০ সালে তিনি পান স্বাধীনতা পুরস্কার। ফেরদৌসী প্রিয়ভাষিণীর জীবনের গল্প যেন রূপকথাকেও হার মানায়। জীবদ্দশায় যে সাক্ষাৎকারে পাকিস্তানিদের অমানবিক নির্যাতন সম্পর্কে প্রথম তিনি মুখ খুলে কথা বলেন, চলুন তাতে চোখ রাখি। ২০০৯ সালের ডিসেম্বরে প্রি