পাকিস্তানে সিলিন্ডার বিস্ফোরণে ১৭ শিশু শিক্ষার্থী নিহত

প্রস্তুতি : আর্ন্তজাতিক (প্রতিমুহূর্ত.কম)

পাকিস্তানের গুজরাট শহরে আজ ২৫ মে শনিবার সকালে একটি স্কুল বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৭ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এছড়া ১০ জন গুরুতর আহত হয়েছে।

দেশটির গুজরাটের কোট ফাতেহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে 'দ্যা ডন' সংবাদ মাধ্যম জানিয়েছে।

এ বিষয়ে পাকিস্তানের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রাশেদ বলেন, “শনিবার স্কুলে যাওয়ার সময় বাসের ত্রুটিপূর্ণ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে। এসময় বাসটি পুরোপুরি পুড়ে যায়।”

'দ্যা ডন'-এর প্রতিবেদনে জানা গেছে, আজ ওই ভ্যানে ২০-২৫ জন শিক্ষার্থী যাচ্ছিল। আচমকা ভ্যানটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে ১২ জন দগ্ধ হয়ে মারা যায়। পরে আরও পাঁচজনের মৃত্যু হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত শিশুদের স্থানীয় একটি হাসপাতালে পাঠিয়েছে । ঘটনার পর থেকে স্কুলভ্যানের চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।

পাকিস্তান সরকার নিম্ন মানের গ্যাস সিলিন্ডার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও তা পালন করা হচ্ছে না বলেও উল্লেখ করছে দেশটির একটি সংবাদ মাধ্যম।

ডেস্ক রিপোর্ট : আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর
এজে- ২৫/৫-৫



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)