পোস্টগুলি

জুন, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ওয়ান-ইলেভেন নিয়ে জেনারেল মইন ও ব্রিগেডিয়ার বারী মুখ খুলেছেন

ছবি
দেশের রাজনৈতিক পটপরিবর্তন করা সেই বহুল আলোচিত  'ওয়ান-ইলেভেন' নিয়ে  মুখ খুলেছেন তদানীন্তন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ ও ডিজিএফআইর ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী।২০০৭ সালের ১১ জানুয়ারি দেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হয়েছিল 'ওয়ান-ইলেভেন' নামের সেনা সমর্থিত সরকারের শাসন। দীর্ঘ সাড়ে ১১ বছর দীর্ঘ নীরবতার পর 'ওয়ান-ইলেভেন' আবির্ভাব ও সংঘটনের কুশীলবরা কথা বললেন। তারা যা বলেছেন, তাতে জানা যায়, জেনারেল মইন উ আহমেদ কোনো অবস্থাতেই দেশে সামরিক শাসন জারির পক্ষে ছিলেন না। ব্রিগেডিয়ার জেনারেল বারী বলেছেন, দেশের প্রতি প্রবল মমত্ববোধ থেকেই তিনি জরুরি অবস্থা জারির উদ্যোগ নিয়েছিলেন। প্রথম আলোর ঈদ সংখ্যায় তাদের দুজনের সাক্ষাৎকার থেকে এসব তথ্য জানা যায়।  ইমারজেন্সি নিয়ে এক প্রশ্নের জবাবে মইন উ আহমেদ বলেন, ‘আমরা না। প্রেসিডেন্ট এটা করলেন। উই আর নো অথরিটি। প্রেসিডেন্টকে বলেছি দিস ইজ দ্য সিচুয়েশন, দিস আর দ্য ওয়েস। ফর ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, হ্যাভ আ ফ্রেশ কেয়ারটেকার গভর্নমেন্ট, আপনি ইমারজেন্সি দেন। ট্রুপস তো অলরেডি ডেপ্লয়েড আছেই।’ মইন বলেন, ‘যেদিন