পোস্টগুলি

2017 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি (ফিউশন ভিডিও)

ছবি
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি (ফিউশন ভিডিও) কথা: গোবিন্দ হালদার সুর: আপেল মাহমুদ কণ্ঠ: আপেল মাহমুদ, পার্থ বড়ুয়া ও অন্যান্য মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা সারাটি জনম সে মাটির টানে অস্ত্র ধরি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি― মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।

আবার আসিব ফিরে (ফিউশন ডকুমেন্টারি)

ছবি
For more video & news... click here-  natunkagoj.com

যন্ত্রমানবী সোফিয়া সঙ্গে কথপোকথন ( talking with safia )

ছবি
সোমবার মধ্যরাতে তথ্যপ্রযুক্তির এ উৎসবে অংশ নিতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসে সোফিয়া। গত অক্টোবরে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া এই রোবটের সৃষ্টি হংকংয়ের ডেভিড হ্যানসনের মালিকানাধীন হ্যানসন্স রোবটিক্সে। এটি অন্য মানুষের মুখের ভাব বুঝতেও সক্ষম। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সোফিয়ার সঙ্গে কথা বলেন।

শুয়া চান পাখি (ট্রিবিউট টু বারী সিদ্দিকী) ফিউশন মিউজিক ভিডিও

ছবি
শুয়া চান পাখি (ট্রিবিউট টু বারী সিদ্দিকী) ফিউশন মিউজিক ভিডিও কথা ও সুর: উকিল মুন্সী (নেত্রকোণা) সংগ্রহ ও কণ্ঠ: বারী সিদ্দিকী শুয়া  চান পাখি আমার আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। তুমি আমি জনমভরা ছিলাম মাখামাখি আজি কেনো হইলে নীরব মেলোদুটি আঁখি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। তোমার আমার এই পিরীতি চন্দ্র সূর্য্য সাক্ষী হঠাৎ করে চলে গেলে বুঝলাম না চালাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। বিশ্বজোড়া এই তো রীতি সবই দেখছি ফাঁকি বাউল রশিদ বলে চলরে উকিল তারে ডাকলে বা হইবো কি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। শুয়া  চান পাখি আমার আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি।

বিমূর্ত এই রাত্রি আমার (ফিউশন মিউজিক ভিডিও)

ছবি
বিমূর্ত এই রাত্রি আমার (ফিউশন মিউজিক ভিডিও) কথা ও সুর: ভুপেন হাজারিকা (চলচ্চিত্র: সীমানা পেরিয়ে) কণ্ঠশিল্পী: ভুপেন হাজারিকা, আবিদা সুলতানা ও মৌমিতা ফেরদৌসী বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর সেই চাদরের ভাজে ভাজে নিশ্বাসেরই ছোঁয়া আছে ভালোবাসা আদর কামনার গোলাপ রাঙা সুন্দরি এই রাত্রিতে নিরব মনের ভরসা আনে শ্রাবন ভাদর সেই বরষার ঝরো ঝরো নিশ্বাসেরই ছোঁয়া আর ভালোবাসা আদর বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর দুরের আর্তনাদের নদীর ক্রন্দন কোন ঘাটের ভ্রুক্ষেপ নেই পেয়েছি আমি আলিঙ্গনের সাগর সেই সাগরের স্রোতে আছে নিশ্বাসেরই ছোঁয়া আর ভালোবাসা আদর বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর।।

ফেসবুক লাইভে সামিয়া এবং বালিশের বিচিত্র ব্যবহার

ছবি
শামসুন্নাহার সামিয়া, কাজ করছেন শোবিজে। তবে তাকে খ্যাতি এনেে দিয়েছে ফেসবুক লাইভে। সামিয়াকে নিঃসন্দেহে ফেসবুক সেলিব্রিটি বলা যেতে পাশে। লাইভে এসে বালিশ বা কুশন নিয়ে তার বিচিত্র অঙ্গভঙ্গিমা পেয়েছে দারুণ জনপ্রিয়তা...

আমি তোমাকে বলে দেব (Tribute to Sanjeeb Chowdhury )

ছবি
আমি তোমাকে বলে দেব  (Tribute to Sanjeeb Chowdhury ) কথা ও কণ্ঠ: সঞ্জীব চৌধুরী সুর: বাপ্পা মজুমদার আবৃত্তি: শিমূল মোস্তাফা/ সাইড ভোকাল: কর্ণিয়া আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছাঁয়া ।। আমি কাউকে বলিনি সে নাম কেউ জানেনা, না জানে আড়াল জানে কান্নার রং, জানে জোছনার ছাঁয়া  তবে এই হোক তীরে জাগুক প্লাবন দিন হোক লাবন্য হৃদয়ে শ্রাবণ তুমি কান্নার রং, তুমি জোছনার ছাঁয়া  আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছাঁয়া ।।

আমি বৃষ্টি দেখেছি (নতুন সাজে অঞ্জন দত্তের গান/ ফিউশন ভিডিও/)

ছবি
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি, শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি… চারটে দেয়াল মানেই নয়তো ঘর, নিজের ঘরেও অনেক মানুষ পর। কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে, ঝাপসা চোখে দেখা এই শহর … আমি অনেক ভেঙেচুরে, আবার শুরু করেছি, আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি। আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি, শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি… হারিয়ে গেছে তরতাজা সময়, হারিয়ে যেতে করেনি আমার ভয়। কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে, ঝপসা চোখে দেখা এই শহর … আমি অনেক শ্রোতে বয়ে গিয়ে, অনেক ঠকেছি, আমি আগুণ থেকে ঠেকে শিখে, অনেক পুড়েছি। আমি অনেক কষ্টে অনেক কিছুই দিতে শিখেছি, শুধু তোমায় বিদায় দিতে হবে, স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি… [নতুন সাজে অঞ্জন দত্তের গান/ ফিউশন ভিডিও]

সরকার আমিনের গানলামি: যদি শব্দ করে কাঁদো

ছবি

মন হারানোর ঠিকানায় (ফানি রিমিক্স)

ছবি
ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় (ফানি রিমিক্স) ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়  রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়  ফাগুনের মোহনায়... ও মোর মন হারিয়ে যায় মোর মন হারিয়ে যায়  কন্যে রে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায়  কোন অচেনা দেশের তরে তোর সাথে এই তেপান্তরে  মোর মনের প্রজাপতি  নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়  ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়  রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায়... প্রেম রাঙ্গা মোর কবিতা সুরের-ও অন্তরে  ঝিরঝিরি ঝরনাধারায় নতুন রং ঝরে  সবুজে  সবুজে হৃদয় কেমন করে   ও মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায়  কন্যে রে তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে গুনগুনিয়ে যায়ে তোর স্বপনের ভ্রমরী মোর প্রেমের প্রহরী  হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়  মন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়  রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ॥

একদিন ফেসবুক হয়েছিল সেতু (কথা: বিপুল হাসান/ সুর ও কণ্ঠ: ওহাব মাহমুদ,)

ছবি
একদিন ফেসবুক হয়েছিল সেতু কথা: বিপুল হাসান সুর ও কণ্ঠ: ওহাব মাহমুদ সঙ্গীত পরিচালনা: আবিদ রনি ভিডিও মিক্সিং ও মোশান গ্রাফিক্স: বিপুল হাসান একদিন সব রঙ আচমকা ফিকে রঙচঙে চশমা কী আজীবন টিকে? একদিন ফেসবুক হয়েছিল সেতু অসময়ে ভুল প্রেম ঠিক ধুমকেতু। একদিন ইনবক্স ভরে ছিল ফুলে ঘুনপোকা খেল সব সৌরভ গিলে। একদিন এফএনএফে রাতভর কথা কালাজ্বরে কাঁপি আজ গায়ে ছেড়া কাঁথা। একদিন এসএমএসে ফাগুনের গান একা একা চাষ করি স্মৃতির বাগান। একদিন ট্রেন নেই জংশন ফাঁকা. কান্নার নোনাজলে ছবিগুলো আঁকা।

নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে কেঁদে কেঁদে শুভেচ্ছা জানালেন...

ছবি

আবার আসিব ফিরে (ফিউশন ডকুমেন্টারি)

ছবি

বিয়ে নিয়ে মুখ খুললেন মিস বাংলাদেশ খেতাব হারানো জান্নাতুল নাঈম এভ্রিল

ছবি
বিয়ে নিয়ে মুখ খুললেন মিস বাংলাদেশ খেতাব হারানো জান্নাতুল নাঈম এভ্রিল প্রায় দেড় মাস যাচাই-বাছাইয়ের পর গত শুক্রবার ঘোষণা করা হয় প্রতিযোগীর নাম। বিজয়ী হন চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাঈম এভ্রিল। তবে প্রথমে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করা হলেও তাৎক্ষণিকভাবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হিমি নন, বিজয়ী হয়েছেন এভ্রিল। আর হিমি হয়েছেন দ্বিতীয় রানারআপ। তবে এই বিতর্ককে ছাপিয়ে ওঠে এভ্রিলের বিয়ের খবর। নিয়ম অনুযায়ী এই প্রতিযোগিতার অংশগ্রহণকারীকে হতে হবে অবিবাহিত। বিয়ের খবর গোপন রাখার খবরটি প্রকাশ হওয়ার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। সেটারই জবাব দিতে মঙ্গলবার দুপুরে ফেসবুক লাইভে আসেন এভ্রিল। বিবাহিত অভিযোগে মিস বাংলাদেশের খেতাব হারানো জান্নাতুল নাঈম এভ্রিল দাবি করেছেন দাবি করেছেন, তার বিয়ে হয়নি; বাল্য বিয়ে হয়েছিল। ১৬ বছর বয়সে কারো বিয়ে হলে তা আইনসম্মত নয়।... কথায় কিন্তু যুক্তি আছে!

দিন যায় কথা থাকে /din jay kotha thake (ফিউশন/রিমিক্স ভিডিও)

ছবি
দিন যায় কথা থাকে (ফিউশন/রিমিক্স ভিডিও) কথা ও সুর: খান আতাউর রহমান শিল্পী- সুবীর নন্দী ছায়াছবি- দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে সে যে কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে ভাবলো না সেকথা লেখা আছে বুকে। সে কথা নয়নে আগুন-আল্পনা আঁকে স্মৃতির পাপিয়া চোখ গেলো বলে ডাকে সে জ্বালা-যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছি কী যে সুখে। মনপাখি তুই থাকরে খাঁচায় বন্দী, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি। কি আছে পাওনা, তার কাছে দেনা যাক সে হিসাব চুকে।

চোক্ষের নজর এমনি কইরা (ফিউশন/রিমিক্স ভিডিও)

ছবি

গজলশিল্পী মেসবাহ'র ঘরোয়া জলসা

ছবি
গজলশিল্পী মেসবাহ'র ঘরোয়া জলসা

লিখতে পারি না কোনো গান : জেমস (ফিউশন/রিমিক্স ভিডিও)

ছবি
লিখতে পারি না কোনো গান : জেমস (ফিউশন/রিমিক্স ভিডিও) Tribute to Lucky Akhonda কথা: গোলাম মোরশেদ সুর: লাকী আখন্দ লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া। কি যে যন্ত্রণা এই পথচলা। বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা। লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া। কি যে যন্ত্রণা এই পথচলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না। হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিলো সুখ ছড়িয়ে হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিলো সুখ ছড়িয়ে কি যে যন্ত্রণা এই পথচলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না। আকাশে চাঁদ ছিলো একা পাহাড়ি ঝর্ণা ঝরা তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি আকাশে চাঁদ ছিল একা পাহাড়ি ঝর্ণা ঝড়া তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি সে ব্যথা বোঝার আগে হারিয়ে তোমাকে তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে কি যে বেদনা তুমি বোঝো না তোমাকে ভুলে থাকা কোনো দিন বুঝি হলো না।

এ তুমি কেমন তুমি (কবীর সুমনের গানে ফিউশন/ রিমিক্স ভিডিও)

ছবি
এ তুমি কেমন তুমি (কবীর সুমনের গানে ফিউশন/ রিমিক্স ভিডিও) এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো ! এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো ! এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো ! এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো ! জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন - সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন । জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন - সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন । কথা নয় নিরবতায় সজলতার আঁকর ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো ! এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো ! এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো ! এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি । এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি । অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ ! নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন - অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ ! নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন - ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝর- এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো ! এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো ! এ কেমন কান্না তুমি আমায় যখন

চোক্ষের নজর এমনি কইরা (ফিউশন/রিমিক্স ভিডিও)

ছবি
চোক্ষের নজর এমনি কইরা শিল্পী: সৈয়দ আবদুল হাদী (ছবি: ফকির মজনু শাহ) একদিন ক্ষইয়া যাবে চোক্ষের নজর এমনি কইরা পোড়া চোখে যা দেখিলাম জোয়ার ভাটায় পইড়া দুই চোখ নদী হইয়া যাবে তাই রইয়া যাবে। তাই রইয়া যাবে। ও ও ও পোড়া চোখে যা দেখিলাম নয়রে গোপন নয়, সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে পোড়া চোখে যা দেখিলাম চোখেরই নাম আরশী নগর একে একে মনের খবর। । সেতো কইয়া যাবে। তাই রইয়া যাবে। চোক্ষে যদি কেউ না তাকায় এই চক্ষুতেই রৌদ্র উঠে আবার উঠে ঝড়, এই চক্ষুই আপন করে আবার করে পর, তাই রইয়া যাবে। দুঃখ দিয়া যায় চইলা যায়। । সেও সইয়া যাবে। পোড়া চোখে যা দেখিলাম

ফেরারি এই মনটা আমার (ferari mon)ফিউশন/রিমিক্স ভিডিও

ছবি
ফেরারী এই মনটা আমার : এল আর বি/ আইয়ুব বাচ্চু (রিমিক্স: আইয়ুব বাচ্চু/লুবনা) তোমাকে পাবারই আশায় ফেরারী এই মনটা আমার মানে না কোনো বাঁধা ব্যথা দিয়ে তুমি চলে যাবে ফিরে আসে বারেবার ।। কখনো ভাবিনি আমি তাই আমি ফিরে আসি বারেবার কি জানি কি ভুল ছিল আমার আমাকে কেন গেলে কাঁদিয়ে ফিরে আসে বারেবার ।। ফেরারী এই মনটা আমার মানে না কোনো বাঁধা তোমাকে পাবারই আশায় অপবাদ দিয়ে যেও না যে পথে হারিয়েছি তোমায় সেই পথে খুঁজে আমি যাব অভিমান করে থেকো না তোমাকে পাবারই আশায় তাই আমি ফিরে আসি বারেবার ফেরারী এই মনটা আমার মানে না কোনো বাঁধা ফিরে আসে বারেবার ।।

নেশা নিয়ে অনেক কিছু বলার আছে: কুসুম সিকদার

ছবি
অশ্লীলতার অভিযোগে বিতর্কিত গান 'নেশা' নিয়ে কথা বলেছেন কুসুম সিকদার।বর্তমানে সিঙ্গাপুরে অবস্থানরত এই শিল্পী জানালেন, গানটি সম্পর্কে তার আরো অনেক কিছু বলার আছে।

ও নীনা হাসনায়েন (ফজল/নোভা ব্যান্ড) ফিউশন মিউজিক ভিডিও

ছবি
ও নীনা হাসনায়েন (ফজল/নোভা ব্যান্ড) ফিউশন মিউজিক ভিডিও নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড নোভা । ফজল করিম ছিলেন এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল। ব্যান্ডটির বহুগানই জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু বর্তমানে ব্যান্ডটি নিষ্ক্রিয়। তবুও নোভার কিছু গানের এখনো আলাদা আবেদন আছে। নোভার জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আহবান, পদ্মার পাড়ে, রাজাকারের তালিকা চাই, স্কুল পলাতক মেয়ে, স্বপ্নরাণী, প্রতিমার ছবি, প্রেরণা তুমি ইত্যাদি। আরবী সুরে গাওয়া 'নীনা হাসনায়েন' গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

ও নীনা হাসনায়েন (ফজল/নোভা ব্যান্ড) ফিউশন মিউজিক ভিডিও

ছবি
ও নীনা হাসনায়েন (ফজল/নোভা ব্যান্ড) ফিউশন মিউজিক ভিডিও নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড নোভা । ফজল করিম ছিলেন এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল। ব্যান্ডটির বহুগানই জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু বর্তমানে ব্যান্ডটি নিষ্ক্রিয়। তবুও নোভার কিছু গানের এখনো আলাদা আবেদন আছে। নোভার জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আহবান, পদ্মার পাড়ে, রাজাকারের তালিকা চাই, স্কুল পলাতক মেয়ে, স্বপ্নরাণী, প্রতিমার ছবি, প্রেরণা তুমি ইত্যাদি। আরবী সুরে গাওয়া 'নীনা হাসনায়েন' গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

লীলাবালি লীলাবালি বড় যুবতী সই গো (রিমিক্স/ফিউশন)

ছবি
লীলাবালি লীলাবালি  বড় যুবতী সই গো কি দিয়া সাজাইমু তোরে।। হাত চাইয়া বালা দিমু , মতিয়া লাগাইয়া সইগো কি দিয়া সাজাইমু তোরে।। কানো চাইয়া কানফুল দিমু, পান্না লাগাইয়া সইগো কি দিয়া সাজাইমু তোরে।। নাক চাইয়া কেশর দিমু ,চুনিয়া লাগাইয়া সই গো কি দিয়া সাজাইমু তোরে।। গলা চাইয়া মালা দিমু, ফুতিয়া লাগাইয়া সই গো কি দিয়া সাজাইমু তোরে।। পিন্দন চাইয়া শাড়ি দিমু, ওড়না লাগাইয়া সই গো কি দিয়া সাজাইমু তোরে।। মাথা চাইয়া টিকা দিমু জড়োয়া লাগাইয়া সই গো কি দিয়া সাজাইমু তোরে।। পাও চাইয়া পাঝর দিমু, ঘুঙ্গর ও লাগাইয়া সইগো কি দিয়া সাজাইমু তোরে।। আইছৈন লীলাবালী থমকি থমকি বইছৈন লীলাবালী ভালা গো না জানি কুন ইস্কে লীলাবালী ঘুন ঘুন সদা মাতৈন গো। লীলাবালী লীলাবালী ভরা যুবতী সই গো কি দিয়া সাজাইমু তোরে। নাকর কেশরী কানের পাশা বইছৈন লীলাবালী ভালা গো মাথার শিতাপাটি গায়ের উড়না বইছৈন লীলাবালী ভালা গো লীলাবালি লীলাবালি  বড় যুবতী সই গো কি দিয়া সাজাইমু তোরে।।

ও নীনা হাসনায়েন (ফজল/নোভা ব্যান্ড) ফিউশন মিউজিক ভিডিও

ছবি
নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড নোভা । ফজল করিম ছিলেন এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল। ব্যান্ডটির বহুগানই জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু বর্তমানে ব্যান্ডটি নিষ্ক্রিয়। তবুও নোভার কিছু গানের এখনো আলাদা আবেদন আছে। নোভার জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আহবান, পদ্মার পাড়ে, রাজাকারের তালিকা চাই, স্কুল পলাতক মেয়ে, স্বপ্নরাণী, প্রতিমার ছবি, প্রেরণা তুমি ইত্যাদি।  আরবী সুরে গাওয়া 'নীনা হাসনায়েন' গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

নিঝুম জারা (Nijhum Zara) : হলিউড-বলিউড নয়, ইনি বাংলাদেশের উঠতি মডেল

ছবি
নিজের খোলামেলা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নায়লা নাঈম সেলিব্রিটি হন।  তার দেখানোই পথেই আজকাল অনেক উঠতি মডেল হাটতে শুরু করেছেন।  নিঝুম জারা তাদেরই একজন।

ও চোখে চোখ পড়েছে যখনই (নায়করাজ রাজ্জাকের প্রতি শ্রদ্ধা)

ছবি
নায়করাজ রাজ্জাক পরিচালিত প্রথম চলচ্চিত্র 'অনন্ত প্রেম'।  ১৯৭৭ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রের অসম্ভব জনপ্রিয় একটি গান ‘ও চোখে চোখ পড়েছে যখনই’। গানটির মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে সফল নায়কের প্রতি বিনত শ্রদ্ধা। ও চোখে চোখ পড়েছে যখনই  অভিনয়ে: রাজ্জাক ও ববিতা শিল্পীঃ মোঃ খুরশিদ আলম ও সাবিনা ইয়াসমিন গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার সুরকারঃ আজাদ রহমান

তেপান্তরের মাঠে বধু হে (ফিউশন/রিমিক্স মিউজিক ভিডিও)

ছবি
তেপান্তরের মাঠে বধু হে  (ফিউশন/রিমিক্স মিউজিক ভিডিও) কাজী নজরুল ইসলাম তেপান্তরের মাঠে বধু হে  একা বসে থাকি তুমি যে পথ দিয়ে গেছ চলি তারি ধুলা মাখি হে একা বসে থাকি যেমন পা ফেলেছো গিরিপথে রাঙা পথের ধুলাতে তেমনি করে আমার বুকে চরণ যদি বুলাতে আমি খানিক জ্বালা ভুলতাম ঐ মানিক বুকে রাখি হে একা বসে থাকি আমার খাওয়া-পরায় নাই রুচি আর ঘুম আসেনা চোখে ঘুম আসেনা চোখে আমি বাউরি হয়ে বেড়াই পথে দেখে হাসে পাড়ার লোকে হাসে পাড়ার লোকে আমি তালপুকুরে যেতে নারি এ কি তোমার মায়া হে ঐ কালো জলে দেখি তোমার কালো রুপের ছায়া হে আমায় কলঙ্কিনি নাম রটিয়ে তুমি দিলে ফাঁকি হে একা বসে থাকি তেপান্তরের মাঠে বধু হে একা বসে থাকি একা বসে থাকি একা বসে থাকি

রবীন্দ্রসঙ্গীতের নামে এসব কি! ছি: ছি:!

ছবি
রবীন্দ্রসঙ্গীতের নামে এসব কি!

বাবা বলে ছেলে নাম করবে / papa kehte hain bada naam karega (ফিউশন)

ছবি
সালমান শাহের পারফরর্মেন্স আমির খানের চেয়ে কম কি ছিল?

সে আমার ছোট বোন/ My Little Sister ( মান্না দে স্মরণে ফিউশন মিউজিক ভিডিও)

ছবি

সে আমার ছোট বোন/ My Little Sister (ফিউশন মিউজিক ভিডিও মান্না দে স্মরণে)

ছবি

ডোন্ট ক্রাই জনি/ Don't Cry Jony (রিমিক্স ভিডিও)

ছবি

সে আমার ছোট বোন/ My Little Sister (ফিউশন মিউজিক ভিডিও মান্না দে স্মরণে)

ছবি
সে আমার ছোট বোন/ My Little Sister (ফিউশন মিউজিক ভিডিও মান্না দে স্মরণে)  সে আমার ছোট বোন (লিরিক্স) শিল্পীঃ মান্না দে কথাঃ পুলক ব্যানার্জি সুরঃ সুপর্ণ কান্তি ঘোষ মার স্নেহ কাকে বলে জানি না বাবার মমতা কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই সে আমার ছোট বোন বড় আদরে ছোট বোন (২) ভালো করে যখন সে কথা শিখে নি তখন থেকে সে গেয়ে যেত গান বাজনার হাত ছিলো ভালোই আমার তার সাথে বাজাতাম দিয়ে মন প্রান রাস্তায় ভিড় করে শুনতো সবাই অবাক হতো যে কত জ্ঞানী গুণী জন ভোর বেলা তার গানে ঘুম ভাঙ্গতও রাতে তাকে বাজনায় ঘুম পারাতাম ভাইয়ের বাজনায় আর বোনের গানে সহজ সরল সেই দিন কাটাতাম ছোট্ট একটি ঘর এদুটি মানুষ এই ছিলো আমাদের সুখের ভুবন একদিন যখন সে একটু বড় প্রথম সুযোগ এলো এক জলসায় মুগ্ধ শ্রোতারা তার কণ্ঠ শুনে দুহাত ভরালো তার ফুলের তোড়ায় ঘরে এসে আমায় সে করলো প্রনাম প্রথম ভরলো জলে আমার নয়ন তারপর কি যে হলো গান শুধু গান ছড়িয়ে পরলো তার আরো বেশী নাম শ্রোতারা উজাড় করে দিলো উপহার দিলোনা সময় শুধু নিতে বিশ্রাম ক্লান্তির ক্ষমা নেই ওদের কাছে আরো বেশী দিতে হবে বুঝে নিল মন একদিন শহরের সেরা জল

ডোন্ট ক্রাই জনি (Don't Cry Joni) ফিউশন ভিডিও

ছবি
"Don't Cry Joni" is Twitty's duet with his then 16 years old daughter Joni Lee Jenkins. It was written by country music writer Tom Roland. It was released as a single and peaked #1 on US Billboard Hot Country Singles in 1975. ''Jimmy, please say you'll wait for me I'll grow up someday you'll see Saving all my kisses just for you Signed with love forever true.'' Joni was the girl who lived next door I've known her I guess ten years or more Joni wrote me a note one day And this is what she had to say. ''Jimmy, please say you'll wait for me I'll grow up someday you'll see Saving all my kisses just for you Signed with love forever true.'' Slowly I read her note once more Then I went over to the house next door Her tear drops fell like rain that day When I told Joni what I had to say. ''Joni, Joni please don't cry You'll forget me by and by You're just fifteen, I'm twenty two And Joni,

এয়ার হোস্টেস নিয়োগের নামে একি কাণ্ড‍!

ছবি

Bangladesh Journal

ছবি
bd-journal.com bangladeshjournal24.com

দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল রেললাইন বহে সমান্তরাল

ছবি
দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল রেললাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল…। পিরিতের ঘর বানাইয়া অন্তরের ভিতর দুই দিগন্তে রইলাম দুইজন সারা জনমভর হইলো না তো সুখের মিলন হইলো না শুকসারির দর্শন এমনই কপাল রেললাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল...। নয়নের জল শুকাইয়া বিচ্ছেদের অনল এই অন্তরে অন্তর জ্বালা বাড়াইলো কেবল  হইলো না তো মিলন সাধন চিনলো না মন মনের বান্ধন এমনই আড়াল রেললাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল…।

দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল

ছবি
দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল রেললাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল… পিরিতের ঘর বানাইয়া অন্তরের ভিতর দুই দিগন্তে রইলাম দুইজন সারা জনমভর হইলো না তো সুখের মিলন হইলো না শুকসারির দর্শন এমনই কপাল রেললাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল... নয়নের জল শুকাইয়া বিচ্ছেদের অনল এই অন্তরে অন্তর জ্বালা বাড়াইলো কেবল হইলো না তো মিলন সাধন চিনলো না মন মনের বান্ধন এমনই আড়াল রেললাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল…

দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল

ছবি
দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল রেললাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল…। পিরিতের ঘর বানাইয়া অন্তরের ভিতর দুই দিগন্তে রইলাম দুইজন সারা জনমভর হইলো না তো সুখের মিলন হইলো না শুকসারির দর্শন এমনই কপাল রেললাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল...। নয়নের জল শুকাইয়া বিচ্ছেদের অনল এই অন্তরে অন্তর জ্বালা বাড়াইলো কেবল হইলো না তো মিলন সাধন চিনলো না মন মনের বান্ধন এমনই আড়াল রেললাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল…।

মরার কোকিলে (অন্যরকম) ফিউশন

ছবি
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে আমায় উদাসী বানাইলো গো মরার কোকিলে আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে- মন বোঝে না মরার কোকিল আন্দাজই গান তোলে ফাগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে কত কী করে কোকিল নাইচা নাইচা ডালে গো মরার কোকিলে-  আমার ঘুম ভাঙ্গাইয়া গেলো গো বনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে আমারে পাগল করিয়া গাছে আগায় দোলে। ছাতু ছোলা খায় না কোকিল আদর কইরা দিলে গো মরার কোকিলে- আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো  মরার কোকিলে ।

একদিন ফেসবুক হয়েছিল সেতু

ছবি
একদিন সব রঙ আচমকা ফিকে.. রঙচঙে চশমা কী আজীবন টিকে? একদিন ফেসবুক হয়েছিল সেতু.. অসময়ে ভুল প্রেম ঠিক ধুমকেতু। একদিন ইনবক্স ভরে ছিল ফুলে.. ঘুনপোকা খেল সব সৌরভ গিলে। একদিন এফএনএফে রাতভর কথা.. কালাজ্বরে কাঁপি আজ গায়ে ছেড়া কাঁথা। একদিন এসএমএসে ফাগুনের গান.. একা একা চাষ করি স্মৃতির বাগান। একদিন ট্রেন নেই জংশন ফাঁকা.. কান্নার নোনাজলে ছবিগুলো আঁকা। (কথা: বিপুল হাসান, সুর ও কণ্ঠ: ওহাব মাহমুদ, সঙ্গীত পরিচালনা: আবিদ রনি)

কার্সটেঞ্জ পিরামিড পাহাড়ে মুসা ইব্রাহিমের অভিযান (Musa Ibrahim on Moun...

ছবি
প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম সম্প্রতি পাপুয়া নিউগিনির দুর্গম পাহাড় মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড শৃঙ্গে  উড়িয়েছেন লাল-সবুজের পতাকা। ওশেনিয়া অঞ্চলেই এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা উড়িয়ে ফেরার পথে বিরূপ আবহাওয়া বেইসক্যাম্পে আটকা পড়েন।দুর্গম পার্বত্য এলাকায় ছদিন ধরে আটকা থাকার পর হেলিকপ্টারে করে তাকে উদ্ধার করা হয়। ওই অভিযান নিয়ে ডকুমেন্টারি।

ও আমার বন্ধু গো চিরসাথী পথচলার (ফিউশন: আমির খান ও জুহি চাওলা)

ছবি
ফিউশন ভিডিও ও আমার বন্ধু গো চিরসাথী পথচলার আমির খান ও জুহি চাওলা (অ্যাই মেরি হাম সাফার একজারা ইন্তেজার) সালমান শাহ ও মৌসুমী

ফিউশন ভিডিও: অ্যাই মেরি হাম সাফার একজারা ইন্তেজার (সালমান শাহ ও মৌসুমী)

ছবি
ফিউশন ভিডিও: অ্যাই মেরি হাম সাফার একজারা ইন্তেজার সালমান শাহ ও মৌসুমী (ও আমার বন্ধু গো চিরসাথী পথচলার)

ফিউশন ভিডিও: অ্যাই মেরি হাম সাফার একজারা ইন্তেজার (সালমান শাহ ও মৌসুমী)

ছবি
ফিউশন ভিডিও: অ্যাই মেরি হাম সাফার একজারা ইন্তেজার (সালমান শাহ ও মৌসুমী) ও আমার বন্ধু গো চিরসাথী পথচলার কেয়ামত থেকে কেয়ামত/ কেয়ামত সে কেয়ামত তক

চুমকি চলেছে একা পথে (শোলে-দোস্ত দুশমন ফিউশন)

ছবি
চুমকি চলেছে একা পথে ফিউশন মিউজিক ভিডিও # দোস্ত দুশমন ছবিতে খুরশীদ আলমের গাওয়া গান # মূল হিন্দি ছবির শোলে'র ভিডিওতে ধর্মেন্দ্র ও হেমা মালিনি [চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো  রাগলে তোমায় লাগে আরও ভাল সুন্দরী চলেছে একা পথে মুখেতে গালি মিঠা মিঠা হেঁয়ালি যত খুশি গালাগালি কর লাগে ভাল আমাকে পাশে নিয়ে চল না মিষ্টি করে তুমি বল না তোমাকে যে আমি ভালবাসি।। (চোর বদমাশ) ও টাঙ্গাওয়ালী রাগ কর খালি চাবুক রেখে আমার হাত ধর সেই ভাল। একা একা এই পথে চলোনা আর কারও নজরে পড়োনা তাহলে যে মরে যাব আমি।]

নাচো নাচো (রিমিক্স)

ছবি
নাচো হেলিয়া নাচো গো দুলিয়া রাখো নয়নে নয়ন মন্ত্র পড়িয়া আগুন জ্বালাইয়া নিশিতে আসিবো যখন দ্বিধা যত মনে রাখিও যতনে হাসি মুখে করিও বরণ যদি অভিমানে মেঘ জমে প্রাণে ভালোবেসে ফেলো আলোড়ন ভাল করিয়া বাজান রে দোতরা সুন্দরী কমলা নাচে...

কালো মাইয়া কালো বইলা কইরো না যে হেলা (রিমিক্স)

ছবি
"কালো মাইয়া (ফানি মিউজিক ভিডিও)" কালো মাইয়া কালো বইলা কইরো না যে হেলা ওরে সাদা মুখে নাইরে যাহা কাল দেহে আছে তাহা ও কি হায় হায় কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়॥ লিলি শেফালী আর বকুল সুন্দর যে লাল গোলাপ ফুল কত ফুল যে আছে দুনিয়ায় ওরে সবচাইতে দামী ফুল যে কালো গোলাপ দুনিয়ায় ও কি হায় হায় কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়॥ সুন্দর মুখের মিষ্টি কথা শুনে সবাই বিভোর হয় যায় না বোঝা মনটা কেমন হয় ওরে কি আছে লুকাইয়া সাদা অন্তরের ও ভিতরে ও কি হায় হায় কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়॥ মধুরকন্ঠী কোকিল কালো পাখির রাজা ফিঙ্গে কালো সবাই ভালোবাসে কালো চুল ওরে সব রং মিশে হয় যেই রং সেইটা কালো রে ও কি হায় হায় কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়॥

কালো মাইয়া কালো বইলা কইরো না যে হেলা (রিমিক্স)

ছবি
কালো মাইয়া কালো বইলা কইরো না যে হেলা  ওরে সাদা মুখে নাইরে যাহা কাল দেহে আছে তাহা ও কি হায় হায় কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায় লিলি শেফালী আর বকুল সুন্দর যে লাল গোলাপ ফুল কত ফুল যে আছে দুনিয়ায় ওরে সবচাইতে দামী ফুল যে কালো গোলাপ দুনিয়ায় ও কি হায় হায় কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায় সুন্দর মুখের মিষ্টি কথা শুনে সবাই বিভোর হয় যায় না বোঝা মনটা কেমন হয় ওরে কি আছে লুকাইয়া সাদা অন্তরের ও ভিতরে ও কি হায় হায় কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায় মধুরকন্ঠী কোকিল কালো পাখির রাজা ফিঙ্গে কালো সবাই ভালোবাসে কালো চুল ওরে সব রং মিশে হয় যেই রং সেইটা কালো রে ও কি হায় হায় কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়

সুন্দরী কমলা নাচে (রিমিক্স)

ছবি
ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা চরণে নূপুর রিনিঝিনি করিয়া বাজে রে সুন্দরী কমলা পরণে শাড়িয়া রৌদে ঝলমল করে সুন্দরী কমলা নাকে নোলক টলমল করিয়া দোলে রে ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে ঘাটাপানি ঝিলমিল পানি রে আমারি ভিঝিল জামা জোড়া কন্যার ভিজিল শাড়ি রে ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা চরণে নূপুর রিনিঝিনি করিয়া বাজে রে ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা চরণে নূপুর রিনিঝিনি করিয়া বাজে রে সুন্দরী কমলা পরণে শাড়িয়া রৌদে ঝলমল করে সুন্দরী কমলা নাকে নোলক টলমল করিয়া দোলে রে ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে ঘাটাপানি ঝিলমিল পানি রে আমারি ভিঝিল জামা জোড়া কন্যার ভিজিল শাড়ি রে ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা চরণে নূপুর রিনিঝিনি করিয়া বাজে রে ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে।

মৌসুমী ভৌমিকের অসাধারণ সেই গানের সঙ্গে এনিমেশন (আমি শুনেছি সেদিন তুমি)

ছবি
আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে, নীল জল দিগন্ত ছুয়ে এসেছো; আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে, বহুদূর বহুদূর হেটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে; কখনো রাখিনি চোখ, ডানামেলা গাঙচিলে। আবার যখন তুমি সমুদ্রস্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে কি আমায়; বলো নেবে কি আমায়। আমি শুনেছি সেদিন নাকি, তুমি তুমি তুমি মিলে; তোমরা সদলবলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি, অনেক জটিল ধাধা; না বলা অনেক কথা কথা বলেছিলে। কেন শুধু ছুটে চলা, একই একই কথা বলা; নিজের জন্য বাচা নিজেকে নিয়ে। যদি ভালবাসা নাই থাকে, শুধু একা একা লাগে; কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে; বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি, এখনো স্বপ্ন দেখো; এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে; মানুষের বাচামরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ, তোমাদের কাছে এসে দু’হাত পেতেছি; আমি দু’চোখে, শূন্যতা দেখি শুধু; রাতঘুমে আমি কোন স্বপ্ন দেখিনা। তাই স্বপ্ন দেখবো বলে, আমি দু’হাত পেতেছি; তাই তোমাদের কাছে এসে, আমি দু’হাত পেতেছি। তাই স্বপ্ন দেখবো বলে,আমি দু’হাত পেতেছি।

বব ডিলানের গান: আজকে রাতে তোমার হবো [I’ll Be Your Baby Tonight]

ছবি
আজকে রাতে তোমার হবো  [I’ll Be Your Baby Tonight] ভাবানুবাদ: বিপুল হাসান চোখদুটো রাখো বুঁজে, বন্ধ আছে দরোজাটাও জড়তা ভুলে এবার তুমি ফুলের সুবাস ছড়াও আজকে রাতে তোমার হবো, আমি অন্য কারো নই বাতিটা নিভিয়ে দাও, চাই না থাকুক আলো মন থেকে এবার তুমি ভয়কে বিদায় বলো আজকে রাতে তোমার হবো, আমি অন্য কারো নই গাঙচিলটা ডানা মেলে কোন দূরে উড়ে যায় যেতে দাও তারে যেখানে খুশি যেতে চায় এই পুর্ণিমা রাতে পেটুক চাঁদের পেট দেখে কী লাভ আমার প্রাণের চাঁদের আলোয় হয়ে যাও সয়লাব কামনার গোলাপ রাঙা রাত যে ফুরিয়ে যায় জুতো-জামা ছুড়ে ফেল, দুশ্চিন্তা আর নয় ঠোঁটে ঠোঁট রেখে তুমি আমারে করো জয় আজকে রাতে তোমার হবো, আমি অন্য কারো নই I’ll Be Your Baby Tonight Close your eyes, close the door You don’t have to worry anymore I’ll be your baby tonight Shut the light, shut the shade You don’t have to be afraid I’ll be your baby tonight Well, that mockingbird’s gonna sail away We’re gonna forget it That big, fat moon is gonna shine like a spoon But we’re gonna let it You won’t

ভিকটিমের মুখ থেকে যেভাবে সাফাত ধর্ষণ করে

ছবি
ভিকটিমের মুখ থেকে শুনুন যেভাবে বনানীর 'দ্য রেইনট্রি' হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করেছে  আমিন জুয়েলার্সের মালিকের ধর্ষক ছেলে সাফাত আহমেদ

লম্পট শিক্ষককে যেভাবে শায়েস্তা করলো স্কুল ছাত্রী

ছবি
লম্পট শিক্ষককে যেভাবে শায়েস্তা করলো স্কুল ছাত্রী

হাঙ্গেরিয়ান সুইসাইড সঙ: যে গান উসকে দেয় আত্মহত্যার ভাবনা

ছবি
মনখারাপের সময়টাতে গান শুনতে যেমন ভালো লাগে, তেমনি মনভালো থাকলেও সঙ্গী হয় গান। এটা কেবল কথার কথাই নয়, গান মানুষের মনকে সত্যিই প্রভাবিত করে তা বৈজ্ঞানিক গবেষণায় প্রমানিত। শুনলে চমকে উঠতে পারেন, এমন একটা গান আছে যেটি মানুষের মনে উসকে দেয় আত্মহত্যার ভাবনা। ‘হাঙ্গেরিয়ান সুইসাইড সং’ নামে পরিচিত এ গানটি শুনে শতাধিক মানুষ আত্মহত্যা করেছেন। বিষন্ন রোববার (গ্লুমি সানডে) শীর্ষক গানটির স্রষ্টা হাঙ্গেরিয়ান পিয়ানোবাদক রেজসো সেরেস । ১৯৩৩ সালে তিনি এই গানটিতে সুর দিয়েছিলেন। রেজসে নিজেই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন। গানটি ঘিরে লোকমুখে শোনা যায় নানা মিথ। সুন্দরী এক নারী গানটি প্লেয়ারে চালিয়ে আত্মহত্যা করেছিলেন। একজন ব্যবসায়ীর সুইসাইড নোটে পাওয়া গিয়েছিল এই গানের কথাগুলি। হাঙ্গেরির দুই কিশোরীও নাকি এই গানটি গাইতে গাইতে নদীতে ঝাঁপ দিয়ে জীবনাবসান ঘটিয়েছিল। আত্মহত্যার প্ররোচনা দেয়া এই গানটি তৈরি হয়েছে হৃদয়-বিদারক ঘটনার মধ্য দিয়ে। হাঙ্গেরিয়ান সুরকার রেজসো সেরেস মামলার ফেরে পরে সহায়-সম্বল হারিয়ে একসময় নিঃস্ব হয়ে পড়েন। গভীরভাবে যে নারীকে তিনি ভালোবাসতেন সেই নারীও তাকে ত্যাগ করে চলে যায়। তীব্র বিষাদে আচ্

protimuhurto.com (প্রতিমুহূর্ত.কম): একদিন ফেসবুক হয়েছিল সেতু (কথা: বিপুল হাসান, কণ্ঠ ...

protimuhurto.com (প্রতিমুহূর্ত.কম): একদিন ফেসবুক হয়েছিল সেতু (কথা: বিপুল হাসান, কণ্ঠ ... : একদিন সব রঙ আচমকা ফিকে.. রঙচঙে চশমা কী আজীবন টিকে? একদিন ফেসবুক হয়েছিল সেতু.. অসময়ে ভুল প্রেম ঠিক ধুমকেতু। একদিন ইনবক্স ভরে ছিল ফুলে.. ঘুন...

বব ডিলানের গান: ওরা সময়কে নিশ্চয়ই পাল্টে দেবে (The Times They Are A-Changin)

ছবি
সাহিত্যে নোবেল জয়ী মার্কিন গায়ক ও গীতিকবি বব ডিলানের একটি গান  ‘The Times They Are A-Changin’ গানটি ডিলান লিখেন ও সুর করেন ১৯৬৪ সালে।  ওই বছরই বের হওয়া বব ডিলানের একক অ্যালবামে এটি ছিল টাইটেল গান।   ভাবানুবাদ : বিপুল হাসান ওরা সময়কে নিশ্চয়ই পাল্টে দেবে  দিশেহারা ছুটে আসা মানুষের দল যেখানেই থাকো ভুলো সব কোলাহল ভাসছো তুমি স্রোতের বুকে ডুবছো তুমিই ধুকে ধুকে যেন নিষ্প্রাণ এক পাথরের খনি গন্তব্য তোমার নদীর তলানি। মেরুদণ্ড যদি থাকেে উজানে সাতরাও নয় কানা-ভিখিরির মতো পথ হাতড়াও। ওরা সময়কে নিশ্চয়ই পাল্টে দেবে ॥ আসো লেখক আর গুণীজনরাও কলমের কালো কালি বদলে নাও প্রশস্ত করো চোখোর দৃষ্টি ভেঙেচুরে গড়ো নতুন সৃষ্টি ধৈর্যকে রাখো হৃদয়ে বন্দি নিয়তির সাথে করো সন্ধি। সময়ের সাথে ভেসে গেলে বাড়ে দুর্গতি কালস্রোত গিলে খায় মগজের স্মৃতি। ওরা সময়কে নিশ্চয়ই পাল্টে দেবে॥ কোথায় সাংসদ আর নেতানেত্রীরা জনগণ আজ চায় তোমাদের সাড়া সব দরোজা খোলা রাখতেই হবে গদি নিয়ে হানাহানি কবে ফুরাবে? আঘাতের প্রতিশোধে পাল্টা-অাঘাত দুনিয়া জুড়ে এলো সেই মহাসংঘাত হয়তো লড়াকুরা শুরুতে মার খেয়ে