দিন যায় কথা থাকে /din jay kotha thake (ফিউশন/রিমিক্স ভিডিও)









দিন যায় কথা থাকে (ফিউশন/রিমিক্স ভিডিও)
কথা ও সুর: খান আতাউর রহমান
শিল্পী- সুবীর নন্দী
ছায়াছবি- দিন যায় কথা থাকে

দিন যায় কথা থাকে
সে যে কথা দিয়ে রাখলো না
ভুলে যাবার আগে ভাবলো না
সেকথা লেখা আছে বুকে।

সে কথা নয়নে আগুন-আল্পনা আঁকে
স্মৃতির পাপিয়া চোখ গেলো বলে ডাকে
সে জ্বালা-যন্ত্রণা কাউকে বলবো না,
বলবো আছি কী যে সুখে।

মনপাখি তুই থাকরে খাঁচায় বন্দী,
আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি।
কি আছে পাওনা, তার কাছে দেনা
যাক সে হিসাব চুকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)