পোস্টগুলি

এপ্রিল, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Like a Rolling Stone/লাইক এ রোলিং স্টোন' [অনুবাদ বিপুল হাসান]

ছবি
সাহিত্যে নোবেল বিজয়ী মার্কিন গীতিকার ও সঙ্গীতশিল্পী বব ডিলানের বিশ্বকাঁপানো গানগুলোর মধ্যে অন্যতম ‘লাইক এ রোলিং স্টোন'। সম্প্রতি শিল্পীর নিজ হাতে লেখা এই গানের কথা ও স্বরলিপিনিলামে বিক্রি হয়েছে ২০ লক্ষ ৪৫ হাজার মার্কিন ডলার। দুনিয়ে নতুন জুড়ে গানটি গাওয় হচ্ছে নতুন করে। ১৯৬৫ সালে গানটি লিখেন তিনি। প্রথম দিকে গানের ধরনটা কেমন হবে, সেটা নিয়েও সন্দিহান ছিলেন। দুই দিনের টানা চেষ্টার পরও নিজের মনঃপূত হচ্ছিল না। শেষে গানটি রক ঘরানায় ফেলেন। সঙ্গে যোগ হয় আল কুপারের অর্গান বাদন, যা গানটির বিশেষত্ব হয়ে ওঠে। আর এই গানের মধ্য দিয়েই বলা যায় বব ডিলান ফোক সংগীতশিল্পী থেকে হয়ে ওঠেন রকস্টার। যদিও গানটি নিয়ে প্রযোজনা সংস্থা কলম্বিয়া রেকর্ডস মোটেই সন্তুষ্ট ছিল না, বিশেষ করে গানটির ব্যাপ্তি ছয় মিনিটের বেশি (বাণিজ্যিক কারণে সে সময় সাধারণত একটি গানের ব্যাপ্তি হতো তিন মিনিট) হওয়ায় এবং গানে ব্যাপক ইলেকট্রিক সাউন্ড থাকায়। তারা এটা প্রকাশের ব্যাপারেও খানিকটা দ্বিধায় ছিল। শেষ পর্যন্ত গানটি প্রকাশিত হয় সে বছরের ২০ জুলাই। এর আগেই অবশ্য গানটি স্থানীয় এক ক্লাবে বাজতে শোনা যায়। যুক্তরাষ্ট্রের রেডিও স্টেশনগুলো