পোস্টগুলি

আগস্ট, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কলেজের করিডোরে দেখেছি: সোলস (ফিউশন ভিডিও)

ছবি
কলেজের করিডোরে দেখেছি কলেজের করিডোরে দেখেছি চোখদুটি ছিলো যার সুন্দর মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে সে যে এই বিরহের অন্তর আলাপের প্রয়োজনে একদিন শিরীষ গাছের নিচে দাড়িয়ে নির্জনে একা পেয়ে বললাম লজ্জার আবরন সরিয়ে তুমি তো বোঝালে জীবনের মানে কত সুন্দর দুপুরের খর রোদে সেই চোখ দীঘির জলের মত শান্ত দু’জনেই মুখোমুখি দাড়িয়ে মুখে নেই নেই কোন শব্দ তুমি তো হারালে আমাকে দিয়ে কিছু রোদ্দুর

হৃদপিণ্ডের শব্দ

ছবি
মূল: এডগার অ্যালান পো/ ভাবানুবাদ: বিপুল হাসান সত্যিই... থর থর কাঁপছিলাম আমি, অস্বীকার করবো না। আচমকা নতুন কিছুর মুখোমুখি হলে চমকে ওঠাই স্বাভাবিক। তাই বলে আমাকে তুমি উন্মাদ বলতে পারো না! কারণ নিজের উপর আমার শতভাগ নিয়ন্ত্রণ আছে। আমার অনুভূতি, স্মৃতি বা উপলব্ধি কোনোটাতেই মরচে ধরেনি। বিশ্বাস করো, সব ঠিক আছে। বরং আমার কান আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠেছে। আমার শ্রবণশক্তি কয়েকগুণ বেড়েছে। যোজন যোজন দূর থেকে অজানা সব শব্দ আমার কানে ভেসে আসে। আমি এমন কিছু শুনতে পাই, যা তোমার কেউ কোনোদিন শুনোনি। বিশ্বাস হচ্ছে না, আমাকে পাগল ভাবছো? মোটেও আমি তা নই, এর প্রমাণ চাইলে আমার গল্পটা তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। ফিস ফিস, চোখ টেপা, ইশারা-ইঙ্গিত সব বন্ধ। সব একদম চুপ। গল্পটা শোনো। আমাকে খুনটা করতেই হবে, এই ভাবনা কবে কখন কিভাবে মাথায় ঢুকেছে তা বলতে পারবো না। কাকে খুন করবো? ওই বুড়ো লোকটাকে। যার প্রতি কোনো বিদ্বেষ-ঘৃণা কখনও ছিল না। বরং বৃদ্ধ মানুষটাকে যথেষ্ট পছন্দই করতাম। আমার সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেনি, কখনও বকাও দেয়নি। বুড়োটা বিত্তবান, কিন্তু ওই বিত্তের প্রতি আমার বিন্দু পরিমাণ লোভ ছিল না। সব দ