পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বসন্ত বাতাসে সই গো (ফিউশন ভিডিও)

ছবি
বসন্ত বাতাসে সই গো  (ফিউশন ভিডিও) কথা ও সুর: শাহ আবদুল করিম Shah Abdul Korim's Songs বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে.. সই গো, বসন্ত বাতাসে.. বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল, ফুলের গন্ধে মনানন্দে ভ্রমর হয় আকুল.. সই গো, বসন্ত বাতাসে.. বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পুর্ব-ধারে, সেথায় বসে বাজায় বাঁশি, প্রাণ নিলো তার সুরে.. সই গো, বসন্ত বাতাসে.. মন নিলো তার বাঁশির তানে, রূপে নিলো আঁখি, তাইতো পাগল আব্দুল করিম আশায় চেয়ে থাকি! সই গো, বসন্ত বাতাসে...

মনও দিলো না বঁধূ (Mono dilo na bandhu ) ফিউশন ভিডিও

ছবি
মনও দিলো না বঁধূ (Mono dilo na bandhu ) ফিউশন ভিডিও ট্রিবিউট টু শচীন দেব বর্মণ মনো দিল না বধু মনো নিল যে শুধু দোলে পলাশের নোলক আমি কি নিয়ে থাকি মহুয়া মাতাই ঢোলক মনো দিল না বধু বাঁধে কেউ বাহুরও রাখি আমি কি নিয়ে থাকি দিতে চাস আমায় ফাঁকি হিয়া তোর অবুঝ টিয়া খোঁজে কোন সবুজ প্রিয়া আমি কি নিয়ে থাকি আমি কি নিয়ে থাকি। মনো দিল না বধু মনো নিল যে শুধু