বসন্ত বাতাসে সই গো (ফিউশন ভিডিও)







বসন্ত বাতাসে সই গো  (ফিউশন ভিডিও)

কথা ও সুর: শাহ আবদুল করিম

Shah Abdul Korim's Songs



বসন্ত বাতাসে সই গো,

বসন্ত বাতাসে,

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

আমার বাড়ি আসে..

সই গো, বসন্ত বাতাসে..



বন্ধুর বাড়ির ফুল বাগানে

নানান বর্ণের ফুল,

ফুলের গন্ধে মনানন্দে

ভ্রমর হয় আকুল..

সই গো, বসন্ত বাতাসে..



বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি

বাড়ির পুর্ব-ধারে,

সেথায় বসে বাজায় বাঁশি,

প্রাণ নিলো তার সুরে..

সই গো, বসন্ত বাতাসে..



মন নিলো তার বাঁশির তানে,

রূপে নিলো আঁখি,

তাইতো পাগল আব্দুল করিম

আশায় চেয়ে থাকি!

সই গো, বসন্ত বাতাসে...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)