সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'


প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)
কেন একজন আরেকজনকে ভ্যান গাড়িতে তুলবে বলেও তুললো না তাই নিয়ে বিবাদ। সেই বিবাদ শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। দুই গোষ্ঠীর বিবাদে পরিনত হলো। শুরু হলে গ্রাম জুড়ে দাঙ্গা। কয়েকজন জখম হলো। থানা-পুলিশ পর্যন্ত গড়ালো ব্যাপারটা।


এদিকে আনোয়ার সিকদার পুলিশের ধাওয়া খেয়ে ঢুকে পরে ভেলা বিশ্বাসের যুবতী মেয়ে গোলনাহারের ঘরে। লেয়াকত সিকদারের মেয়ে পরি যখন মতি সিকদারের কাছাকাছি আসে ভেলা বিশ্বাসের মেয়ে নুরুন্নাহার তখন আলম বিশ্বাসের কাছ থেকে খুব বেশি দূরে থাকে না। এইভাবে এক ঘটনা হাজার ঘটনার জন্ম দেয়। হাজার ঘটনা মানেই হাজারটা বিচার-বৈঠক। বিচার-বৈঠক মানেইতো বিচারের সিদ্ধান্ত মেনে নেওয়া, কবুল করা। গ্রাম-সমাজের এইসব গল্প-গাথা নিয়েই রচিত দীর্ঘ ধারাবাহিক ‘কবুলীয়তনামা’।


আজ রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কবুলীয়তনামা’। কাজী শাহীদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহ্উদ্দিন লাভলু।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছন রহমত আলী, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, হারুনুর রশীদ, ডা: এজাজ, মোশাররফ করিম, আরফান আহমেদ, প্রভা, আ খ ম হাসান, রওনক হাসান, তানিয়া, সায়কা আহমেদ, সোমা, সুমনা, লাবন্য লিজা, ফারুক আহমেদ, জুয়েল, হুমায়রা, বৃষ্টি, শেলী আহসান প্রমুখ।

রিপোর্ট : পাভেল রহমান, বিভাগীয় সম্পাদক, বিনোদন

মন্তব্যসমূহ

  1. বতর্মানে ইউটিউবের কোথাও এই নাটকের সকল পর্ব পাওয়া যাচ্ছে না।কিভাবে পাবো দয়া করে লিংকটা দিন যাতে সম্পূর্ণ নাটকটি পাওয়া যায়।

    উত্তরমুছুন
  2. আনোয়ার ভাইয়ের বউ পারভীন ভাবী ৩১ পর্বের পরে বাদ দিয়ে জুঁই ভাবী কে কেন আনা হয়েছিলো।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)