নারায়ণগঞ্জে হরতালে সংঘর্ষ, আহত ১০




প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)


বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে আজ ২৬ মে রোববার হরতালের শুরুতেই নারায়ণগঞ্জে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে

 
আজ সকাল ৬টায় শহরের কিল্লারপুল এলাকায় মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রশিদুর রহমান রশো ও শাহেদ আহম্মেদের নেতৃত্বে মহানগর ছাত্রদলের ব্যানারে হরতাল সমর্থনে একটি মিছিল বের হয় 

মিছিল থেকে পিকেটাররা বিআরটিসির একটি বাস, পিকআপভ্যান ও একটি লেগুনা ভাঙচুর করেপুলিশ বাধা দিলে সেখানেও সংঘর্ষ শুরু হয় এতে মহানগর ছাত্রদলের দুই যুগ্ম আহবায়কসহ বিএনপি ও ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হনপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ

মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহম্মেদ জানান, পুলিশের লাঠিচার্জে তিনি নিজে, রশো, সাব্বির, হারুন ও রাসেল আহত হয়েছে


নারায়ণগঞ্জ শহর বিএনপির দপ্তর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ জানান, সংঘর্ষ ও পুলিশের ছোঁড়া গুলিতে আমিন, আলামিনসহ অন্তত ৫ জন আহত হয়েছে

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পিকেটাররা ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ


প্রতিবেদন : আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর
এজে- ২৬/৫-৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)