শীর্ষ পিসি নির্মাতা হওয়ার পথে লেনোভো



প্রস্তুতি: প্রযুক্তি(প্রতিমুহূর্ত.কম)

কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্ববাজারে পিসি বিক্রি কমলেও লেনোভো তার অবস্থান সুসংহত রাখতে সমর্থ হয়েছে আগ্রাসী পিসি বিপণনব্যবস্থা, মোবাইল যন্ত্র নির্মাণ তুলনামূলক ঋণভার কম থাকায় প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে আছে চীনা কোম্পানি লেনোভো

পিসি বাজার দখলে মার্কিন কোম্পানি হিউলেট প্যাকার্ডের (এইচপি) থেকে সামান্যই পিছিয়ে আছে লেনোভো তবে জানুয়ারি-মার্চ প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় ৯০ শতাংশ বেশি প্রবৃদ্ধি লাভে সক্ষম হয় কোম্পানিটি

মেব্যাংক কিম ইং সিকিউরিটিজের বিশ্লেষক ওয়ারেন লাউ বলেন, ব্রাজিল, ইউরোপ আর জাপানে কয়েক বছর ধরে বেশ কয়েকটি পরিবেশক কোম্পানি অধিগ্রহণ করেছে লেনোভো তাতে তাদের সরবরাহ ব্যবস্থা যেমন শক্তিশালী হয়েছে, তেমনি তাদের বাজার দখলও বেড়েছে

জানুয়ারি-মার্চ প্রান্তিকে রেকর্ড ১২ কোটি ৬৯ লাখ ডলার মুনাফার ঘোষণা দেয় লেনোভো আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় দ্বিগুণ ২০১২ সালের প্রথম প্রান্তিকে কোটি ৬৮ লাখ ডলার নিট মুনাফা করেছিল কোম্পানিটি

বিশ্লেষকদের ধারণা ছিল, প্রথম প্রান্তিকে ১১ কোটি ডলার মুনাফা করতে পারবে চীনা পিসি নির্মাতা কোম্পানিটি

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানায়, ২০১৩ সালে এসে বিশ্বব্যাপী বার্ষিক পিসি সরবরাহ ১৩ দশমিক শতাংশ কমতে পারে ১৯৯৪ সাল থেকে পিসি বাজারের তথ্য বিশ্লেষণ শুরু করার পর এটিই সবচেয়ে বড় পতন

প্রথম প্রান্তিকে পিসি বাজারে লেনোভোর দখল ছিল ১৫ দশমিক শতাংশ, যা এইচপির তুলনায় মাত্র দশমিক শতাংশ কম আবার গত বছর লেনোভোর শেয়ারদরও প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেড়েছে চলতি বছর কোম্পানিটির শেয়ারদর বেড়েছে শতাংশ

বাজার বিশ্লেষকদের মতে, মোবাইল কম্পিউটিংয়ের প্রতি ভোক্তাদের আগ্রহ প্রত্যাশা পূরণে উইন্ডোজ৮-এর ব্যর্থতাই পিসি সরবরাহ কমে যাওয়ার মূল কারণ এদিকে প্রথম প্রান্তিকে সরবরাহে তেমন কোনো পরিবর্তন না হলেও প্রথম প্রান্তিকে প্রতিদ্বন্দ্বীদের বাজার দখল করতে সক্ষম হয়েছে লেনোভো সময় এইচপি, ডেল, এসার আসুসটেকের কম্পিউটার সরবরাহ ১১-৩৩ শতাংশ পর্যন্ত কমে যায়

বিশ্লেষকরা জানান, ডেল এইচপি বাজারে ভালোভাবে ফিরে এলেও কয়েক বছর ধরে লেনোভোর নিট মুনাফা বেড়েই চলেছে অন্যদিকে এইচপি ডেলের বার্ষিক মুনাফা প্রবৃদ্ধি কমেছে যথাক্রমে ৩২ এবং ৭৯ দশমিক শতাংশ

গত বছর লেনোভোর নিট মুনাফা ছিল ৬৩ কোটি ৫১ লাখ ডলার, যা ২০১১ সালের তুলনায় এক-তৃতীয়াংশ বেশি

বিশ্লেষকরা জানান, কয়েক বছর ধরেই পিসি ব্যবসা বাড়াতে ব্যাপক বিনিয়োগ করে আসছে চীনা কোম্পানিটি গত বছর ব্রাজিলের ইলেকট্রনিকস নির্মাতা সিসিইকে কিনে নেয় তারা এর আগের বছর অধিগ্রহণ করা হয় জার্মান কোম্পানি মিডিওনকে ২০০৫ সালে আইবিএমের পিসি ব্যবসা কিনে নিয়ে খাতে পা রাখে লেনোভো

বাজার বিশ্লেষকদের মতে, আইবিএমের সার্ভার ব্যবসার পাশাপাশি কানাডীয় হ্যান্ডসেট নির্মাতা ব্ল্যাকবেরি নকিয়াকে কিনে নেয়ারও চেষ্টা চালাচ্ছে লেনোভো

লেনোভোর হাতে বর্তমানে নগদ ৪৫০ কোটি ডলার রয়েছে তবে তাদের ঋণের পরিমাণ মাত্র ৪২ কোটি ৩০ লাখ ডলার এতে নতুন নতুন ব্যবসা কিংবা কোম্পানি কেনার চেষ্টা চালাতে সক্ষম হচ্ছে প্রতিষ্ঠানটি

অন্যদিকে ডেল এইচপির ঋণের পরিমাণ যথাক্রমে ৭২০ কোটি এবং হাজার ৮২০ কোটি ডলার তাদের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ যথাক্রমে হাজার কোটি হাজার ২৬০ কোটি ডলার

প্রতিবেদন: তাওসীফ তালুকদার
টিটি -২৪/-

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)