সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে : সাংবাদিক নেতৃবৃন্দ


প্রস্তুতি : মিডিয়া (প্রতিমুহূর্ত.কম)

সরকার দৈনিক ‘আমার দেশ’ ও একরাতে দুটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বন্ধ করে গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক সংগঠনের কয়েকজন নেতা। ২৫ মে শনিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান কর্মসূচির ষষ্ঠদিনে সাংবাদিকদের পক্ষে তারা এসব কথা বলেন।

দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান, যমুনা টিভি ও শীর্ষ নিউজ চালু, সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, সাগর-রুনি হত্যার বিচার দাবিতে গত ২০ মে থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ লাগাতার এ কর্মসূচি পালন করে আসছে।

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ডিইউজে সভাপতি আব্দুস শহীদ, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী প্রমুখ।

তারা বলেন, সরকার গ্রেফতারি পরোয়ানা জারি ও হয়রানির মাধ্যমে প্রতিনিয়ত গণমাধ্যমের টুঁটি চেপে ধরেছে। দেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। একের পর এক গণমাধ্যম বন্ধ করে সাংবাদিকদের বেকার করছে।

আরএম-২৭/৫-৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)