রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে হরতাল

প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং সভা সমাবেশে নিষেধাজ্ঞা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা-গ্রেপ্তারের প্রতিবাদে আজ ২৬ মে রোববার ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।


সকালে শাহবাগ ও তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে ছাত্রদল ও যুবদল। সকালে রাজধানীর কলেজ গেট ও আদাবর এলাকায় ৯টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতালকারীরা। কয়েকটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে বিমানবন্দর এলাকায়। ওয়ারি, লক্ষ্মীবাজার, মগবাজার, যাত্রাবাড়ী, দারুস সালাম,  উত্তরা, বাড্ডা, বনশ্রীতে মিছিল করেছে বিএনপি, ছাত্রদল ও ছাত্রশিবির। তবে অধিকাংশ স্থানেই পুলিশ এলে পিকেটাররা সটকে পড়েছে।

এছাড়া রাজধানীতে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায় নি।

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।


হরতালের কারণে সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে যান চলাচল অনেক কম। গণপরিবহন কিছু কিছু চলাচল করলেও ব্যক্তিগত গাড়ি রাস্তায় বের হয়নি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে ।

এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী সমর্থক জোটের ব্যানারে ২৪ সংগঠন হরতালের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করছেন। জোটের আহ্বায়ক আবদুল হক সবুজ সভাপতিত্ব করেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত আছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দও এখানে আসছেন বলে জানা গেছে।

এছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট হরতাল বিরোধী মানবন্ধন করেছে।

প্রতিবেদন: শাহারিয়ার রহমান
এসআর-২৫/৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)