অল জার্মান চ্যাম্পিয়ন বার্য়ান মিউনিখ


প্রস্তুতি: খেলা (প্রতিমুহূর্ত.কম)


শনিবার ওয়েম্বলিতে অল জার্মান চ্যাম্পিয়ন্স লিগ-২০১৩ ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ১-২ গোলে হারিয়ে পঞ্চমবার ইউরোপ সেরা হলো বায়ার্ন।

৬০ মিনিটে মারিও মানজুকিচের গোলটিতে এগিয়ে যায় বায়ার্ন। গোলটি বানিয়ে দিয়েছিলেন রোবেন। আট মিনিট পর পেনাল্টি থেকে ডর্টমুন্ডকে সমতায় ফেরান গুন্ডগন। দান্তে নিজেদের বক্সে মার্কো রুসকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।ওয়েম্বলিতে প্রথম হাফে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড লড়েছে সমান তালে।

৩০ মিনিটে আরিয়ান রোবেন তো ডর্টমুন্ডের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।
৩৫ মিনিটে আরও একটি গোলের সুযোগ নষ্ট করেন লেবেনডস্কি।

রবেনের দেওয়া শেষ মুর্হূতের গোলো চ্যাম্পিয়ন্স লিগ-২০১৩ চ্যাম্পিয়ন হলো বার্য়ান মিউনিখ।

প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে চললেও বল দখলের লড়াইয়ে এগিয়ে বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত জয়টাও হলো বায়ার্নেরই।

ম্যাচ শেষে ডর্টমুন্ড তারকা ম্যাট হামেলসের কণ্ঠে হতাশা,‘৮৯ মিনিটে এসে যদি গোল হজম করতে হয়, তবে সেই হতাশা মেনে নেয়া কঠিন। শেষ দিকে আমরা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর সুযোগটা কাজে লাগিয়েছে বায়ার্ন।’

লেখা: রাবিদ ইসলাম হৃদয়
আরআই/আরএম/



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)