সিরিজে সমতা আনলো পাকস্তান



প্রস্তুতি : খেলা (প্রতিমুহূর্ত.কম)

বুধবার ডুবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ২ উইকেটের ব্যবধানে এক নাটকীয় জয় পেয়েছে মিসবাহর দল। আর এই জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা আনল পাকিস্তান।

আয়ারল্যান্ড : ২২৯/৯ (৫০ ওভার)

পাকিস্তান : ২৩০/৮ (৪৮.৪ ওভার)

ফল : পাকিস্তান ২ উইকেটে জয়ী


নাটকীয় এই জয়ে অবশ্য কামরান আকমলের অবদানই বেশি। আকমল করেন ৮৫ বলে ৮১ রান। যাতে রয়েছে ১১ টি চার ও ২ টি ছয়ের মার।


 প্রথমে ব্যাট করতে নেমে জসির সেঞ্চুরিতে ২২৯ রান করে আইরিশ বাহিনী। জসি ১৩২ বলে ১১৬ রান করেন। এছাড়া ৪৮ বলে ৩৮ রান করেন কেভিন ওব্রান। নেল ওব্রান ব্যাট হাতে করেন ২৯ রান।

বল হাতে ৪৮ রানে ৪ উইকেট নেয় আব্দুল রেহমান ও জুনায়েত খান নেন ২ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি ব্যাটসম্যানেরা শুরুতে বিশেষ সুবিধা করতে পারেননি। তবে কামরান আকমল পাকিস্তানের পরাজয়ে আশঙ্কা থেকে স্বস্তি ফিরিয়ে আনে। সর্বোচ্চ ৮১ রান এসেছে তার ব্যট থেকে। পাকিস্তান ৪৮.৪ ওভারে ২৩০ রান করে লক্ষে পৌছে যায়। ৪৭ ও ৪৩ রান করেছেন যথাক্রমে ওহাব রিয়াঝ ও শোয়েব মালিক। আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি। মুরতাগ ৫৪ রানে ২, জনস্টন ৩৫ রানে ২ এবং কুসাক ৪৮ রানে ২ উইকেট নেন।

লেখা : রাবিদ ইসলাম হৃদয়
আরআই-২৭/০৫-০১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)