বাগেরহাটে ১৮ দলের বিক্ষোভ মিছিল ও পিকেটিং

প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

বাগেরহাটে ১৮ দলের নেতা-কর্মীরা আজ ২৬ মে রবিবার সকাল থেকে খুলনা-বাগেরহাট মহাসড়কে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে। এ সময়ে মহাসড়ক দিয়ে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ সকালে ১৮ দলের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নতুন কোট চত্বরে জমায়েত হয়। পরে সেখান থেকে মিছিলসহ কারে দশানী ট্রাফিক মোড়ে এসে পথসভা করে।

পথসভায় বক্তব্য রাখেন ১৮ দলীয় জোটের সদস্য সচিব এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, সিনিয়র যুগ্ম আহবায়ায়ক আলী রেজা বাবু প্রমুখ। পরে শহরের বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করে ১৮ দলের নেতা-কর্মীরা।

এদিকে জেলার অভ্যান্তরীন রুটে কোন বাস চলাচল করেনি তবে দু একটি টেম্পু ও অটো রিক্সা চলাচল করতে দেখা গেছে। তবে হরতালে শহরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

প্রতিবেদন : রবিউল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধি
সম্পাদক : আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর
আরআই/এজে- ২৬/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)