বন্দরনগরী চট্টগ্রামের হরতাল পরিস্থিতি



প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)
 
১৮ দলীয় জোটের ডাকে বন্দরনগরী চট্টগ্রামে আজ ২৬ মে রোববার ঢিলেঢালাভাবে হরতাল চলছেহরতাল চলাকালে নগরীর ওয়াসার মোড়ে দুটি সিএনজি অটোরিক্সা এবং টাইগারপাসে একটি বাস ভাংচুরের খবর পাওয়া গেছে


প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল শুরুর পর সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ওয়াসার মোড়ে মিছিল বের করে মহিলা দলের কিছু নেতাকর্মীএরপর বিএনপির একটি মিছিলও তাদের সঙ্গে যোগ দেয়

এসময় সেখানে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে উত্তেজিত নেতাকর্মীরা এসময় দুটি চলন্ত অটোরিক্সায় ঢিল ছুঁড়ে সেগুলোর সামনের কাঁচ ভেঙ্গে দেয়এরপর টাইগারপাসেও একটি চলন্ত মিনিবাসে ঢিল ছুঁড়ে পিকেটাররা

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, ‘সিএনজি টেক্সি আর বাসে ঢিল ছুঁড়েছিলবড় ধরনের ভাংচুরের কোন ঘটনা ঘটেনিককটেল বিস্ফোরণের খবর আমরা পাইনি’ এদিকে হরতালকে কেন্দ্র করে নাশকতা মোকাবেলায় নগরীতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে
হরতাল চলাকালে নগরীর বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে সিটিবাস, মিনিবাস, টেম্পু, সিএনজি অটোরিক্সা চলাচল করতে দেখা গেছেনগরীতে রিক্সা চলাচল প্রায় স্বাভাবিক আছে
 
এছাড়া চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য উঠানামা স্বাভাবিক থাকলেও পণ্যবাহী পরিবহন বাইরে যাচ্ছে না বলে খবর পাওয়া গেছে

প্রতিবেদন : আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর
এজে- ২৬/৫-৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)