শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিকে হামলা-ভাংচুর

প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে গত ২৪ মে শুক্রবার রাতে সিলেট নগরীর কুমারপাড়ার মা-মনি ক্লিনিকে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ক্লিনিকের চিকিৎসকসহ সংশ্লিষ্টদের অনেকটা অবরুদ্ধ করে রাখে। হামলা থামাতে গিয়ে কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই মুবাশ্বির আহত হয়েছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মা মণি ক্লিনিকে শুক্রবার রাত ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার বারহাল গ্রামের এক শিশুর মৃত্যু হয়। চিকিৎসকদের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে আত্মীয়-স্বজন। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ১১টার দিকে তারা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা হাসপাতালে হামলা চালায়।  হাসপাতালের বিভিন্ন কক্ষে ভাংচুর চালায় এবং জিনিসপত্র তছনছ করে। অবরুদ্ধ করে রাখে বিশিষ্ট শিশু চিকিৎসক ডা: এম এ মতিনসহ সংশ্লিষ্টদের।

খবর পেয়ে কোতোয়ালী থানার সহকারি কমিশনার  সামি ও ওসি আতাউর রহমান বাবুলসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে যান।

কোতোয়ালী থানার সহকারি কমিশনার সামি জানান, শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মা মণি ক্লিনিকে ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ২ জনকে আটক করেছে। কর্তৃপক্ষ মামলা দায়ের করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদন : এম মহসীন, সিলেট জেলা প্রতিনিধি
সম্পাদনা : আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর
এমএম/এজে- ২৫/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)