সিলেটে ৫ চা বাগানে ধর্মঘট প্রত্যাহার


প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

তিনশত টাকা মজুরী, চা শ্রমিকদের স্বতন্ত্র মজুরী বোর্ড গঠন সহ স্থানীয় বিভিন্ন দাবীতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের শাখা সংগঠন চা শ্রমিক সংঘের ডাকে বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের ৭টি চা বাগানের শ্রমিকরা ধর্মঘট শুরু করে।

বাগান কর্তৃপক্ষ দাবী পূরণের আশ্বাস প্রদান করায়  ৫ চা বাগানের  শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছে।  বাগানগুলো হচ্ছে মালনীছড়া, হিলুয়াছড়া, তারাপুর, কালাগুল ও নোয়াপাড়া।

বাগান কর্তৃপক্ষের সাথে চা শ্রমিক সংঘের নেতৃবৃন্দ এবং শ্রম পরিচালকের সমঝোতা বৈঠকে দাবী পূরণের আশ্বাসের প্রেক্ষিতে নোয়াপাড়া বাগানের শ্রমিকরা আজ ২৪ মে শুক্রবার দুপুর হতে কাজে যোগদান করেছে।আগামীকাল শনিবার সকাল থেকে বাকি ৪ বাগানের শ্রমিকরা কাজে যোগদান করবে।

মালনীছড়া বাগান ব্যবস্থাপকদের সাথে চা শ্রমিক সংঘের এক সমঝোতা বৈঠকে নগদপাতির ১ টাকা অস্থায়ী শ্রমিকদের মজুরী দশ টাকা, হিলুয়াছড়া বাগানে বিদ্যুতের ব্যবস্থা, মালনীছড়ায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন ও ঘর নির্মাণ সহ অন্যান্য দাবী পর্যায়ক্রমে পূরণের আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

আলোচনায় বাগান ব্যবস্থাপনার পে ব্যবস্থাপক আমিনুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক মামুন হোসেন চৌধুরী, চা শ্রমিক সংঘের প্রতিনিধি জয় মাহাত্ম কুর্মী, রাধামনি মুন্ডা, রঞ্জনমুদি, সুনীল মুদি, সুকনতলা প্রধান, রুনা বেগম, শংকর নায়েক উপস্থিত ছিলেন।


অপর দুই চা বাগান নুনছড়া ও লোভাছড়া বাগান ব্যবস্থাপক, শ্রমিক প্রতিনিধি, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বৈঠক চলছে।

প্রতিবেদন : এম মহসীন, জেলা প্রতিনিধি, সিলেট
সম্পাদনা : হাসান ইমাম, বিভাগীয় সম্পাদক, সারাদেশ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)