ফ্রেঞ্চ ওপেনের শিরোপা নাদালের হাতে !

প্রস্তুতি : খেলা (প্রতিমুহূর্ত.কম)


লাল মাটির দুর্গে রাফায়েল নাদাল যে সেরা সে কথা কে না জানে? আর ফ্রেঞ্চ ওপেন মানেই নাদালের শিরোপা সেটা তো অনেকটা নিয়মই বানিয়ে ফেলেছেন তিনি । রোঁলা গারোর এই কোর্ট নাদালের সবচেয়ে প্রিয় । এই  মাঠে আটটি টুর্নামেন্টে অংশ নিয়ে সাত বারই শিরোপা জিতেছেন । তাহলে এই বছরও কি ফ্রেঞ্চ ওপেন উঠবে নাদালের হাতে ?

চোট থেকে ফিরে এই বছর দুর্দান্ত ফর্মে আছেন নাদাল । এ বছর আটটি  টুর্নামেন্টে অংশ চ্যাম্পিয়ন হয়েছেন ছয়টিতেই । তাই অনেকেই সম্ভাব্য জয়ীর তালিকায় নাদালকে এগিয়ে রাখছেন ।

চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের সাথে ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই । তবে সেমিফাইনালেই দেখা হতে পারে নোভাক জোকোভিচের সাথে । তবে খেলা যার সাথেই হোক না কেন, সবার চোখ থাকবে নাদালের দিকেই । স্বয়ং কিংবদন্তি বিয়ন বোর্গই নাদালকে সর্বকালের সেরা ক্লে-কোর্ট প্লেয়ার বলেছেন ।
গতকাল ২৬ মে থেকে শুরু হয়েছে ফ্রেঞ্চ ওপেন-২০১৩ । দেখা যাক, নাদাল অষ্টম বার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয় কিনা ।


লেখা : সজল বি রোজারিও
এসআর-২৭/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)