গানের নজরুল


প্রস্তুতি : বিনোদন  (প্রতিমুহূর্ত.কম)

আজ ২৫ মে শনিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৪ তম জন্মজয়ন্তি। এ  উপলক্ষে আরটিভিতে সম্প্রচারিত হবে বিশেষ গানের অনুষ্ঠান ‘গানের নজরুল।’

বিভিন্ন শিল্পীর গাওয়া ‘গানের নজরুল’ অনুষ্ঠানে থাকবে নজরুলের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণের মধ্য দিয়ে ‘গানের নজরুল’কে চেনবার চেষ্টা।

রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ি ছিল দেশ্যখ্যাত সংগীতকেন্দ্র। ডি.এল রায়ের সঙ্গীতজীবনের গোড়াপত্তন হয় টপ-খেয়ালিয়া ও গীতিরচয়িতা পিতা দেওয়ান কার্তিকেয়চন্দ্র রায়ের তালিমে। অতুলপ্রসাদ সেন আজীবন ছিলেন লখনৌ শহরের সুর ও বাণীর আবহাওয়াতেই। পাবনার সঙ্গীতজ্ঞ কবির পুত্র রজনীকান্ত সেনের শৈশব-কৈশোরও সঙ্গীতসমৃদ্ধ। প্রতিপক্ষ, একমাত্র নজরুল ইসলামই জন্মেছিলেন দরিদ্রগৃহে। অথচ ঐতিহ্য ব্যতিরেকেই এই স্বভাবশিল্পী সৃষ্টি করেছেন বাংলার সঙ্গীত জগতে রাগসংগীতের কালজয়ী ধারাটি।

গানের ফাঁকে ফাঁকে নজরুল বিষয় নিয়ে এসব কথা বলবেন উপস্থাপিকা।

অনুষ্ঠানে গান করবেন  লীনা তাপসী খান, রাশিদা খান বানু, ফেরদৌস আরা, ইয়াকুব আলী খান, ইয়াসমিন মুশতারী।

সৈয়দ সাবাব আলী আরজু’র গবেষণা, গ্রন্থনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাকিলা মতিন মৃদুলা।

অনুষ্ঠানটি আরটিভিতে সম্প্রচারিত হবে শনিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে।


সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর
জেএ/২৫/০৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)