রবিবারের এইচএসসি পরীক্ষা আবারো পেছালো


প্রস্তুতি : জাতিয় (প্রতিমুহূর্ত.কম)

আগামী ২৬ মে রবিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আটক নেতাকর্মীদের মুক্তি এবং সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে  বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতাল ডাকায়  এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা গেছে, এই পরীক্ষা আগামী ৩০ মে বৃহস্পতিবার হবে। সকালের পরীক্ষাগুলো ওইদিন সকাল ১০টায় এবং বিকেলের পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে।

রবিবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে গণিত (তত্ত্বীয়) প্রথমপত্র এবং অর্থায়ন ও উৎপাদন এবং বিপণন প্রথমপত্র, বিকেলে সমাজ বিজ্ঞান প্রথমপত্র ও সমাজ কল্যাণ প্রথমপত্রের পরীক্ষা ছিল।

এ নিয়ে হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের আটটি পরীক্ষা পেছানো হলো। এর ফলে পিছিয়ে গেল ৪১টি বিষয়ের পরীক্ষা।


এছাড়া ঘূর্ণিঝড় মহাসেনের জন্য গত ১৬ মের আটটি সাধারণ বোর্ডের অধীনে তিনটি বিষয় এবং ১৭ মের চট্টগ্রাম বোর্ডের দুটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আটক নেতাকর্মীদের মুক্তি এবং সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রবিবার হরতাল ডেকেছে ১৮ দল।


প্রতিবেদন : আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর
এজে- ২৫/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)