ফিলিপাইনে সেনা-জঙ্গি সংঘর্ষে ১১ জন নিহত


প্রস্ততি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)


আজ ২৫ মে শনিবার দক্ষিণ ফিলিপাইনে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার দায়ে একটি জঙ্গি সংগঠনের সাথে সেনাবাহিনী সংঘর্ষে লিপ্ত হয়।

স্থানীয় সামরিক কমান্ডার কর্নেল জোসে কেনব্রি জানিয়েছেন, সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন।
এছাড়াও  নিহত ১১ জনের মাঝে আবু সাউয়াফ দলের একজন কমান্ডোরসহ ৪ জন নিহত হয়েছেন।
তবে সংঘর্ষে জোলো দ্বীপের ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আবু সাউয়াফ এখন পর্যন্ত সেই দেশটিতে সব থেকে বড় সন্ত্রাসী হামলা চালানোর ঘটনায় পরিচিত।
সংগঠনটির ব্যাপারে অভিযোগ রয়েছে, ১৯৯০ সালে আল-কায়েদা থেকে অর্থ সাহায্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেছিল।

ইতিমধ্যে জঙ্গি সংগঠনটির নাম মার্কিন সরকারের সন্ত্রাস দমন তালিকায় রয়েছে।
দক্ষিণ ফিলিপাইনে বর্তমানে প্রায় ৬০০ মার্কিন সেনা নিয়োজিত রয়েছেন দরিদ্রদের সাহায্য করার জন্য। অনেকের ধারনা আবু সাউয়াফ দলটির মূল লক্ষ্য সেই ৬০০ মার্কিন সেনা।




ডেস্ক রিপোর্ট : আরফান সুপ্ত
সম্পাদনা : সজল বি রোজারিও
এএস ২৫/৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)