সজল খালেদের মরদেহ খুঁজে পাওয়া যাচ্ছে না



প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

অভিযানের তিনদিনেও ১২জনের শেরপা দল উদ্ধার করতে পারেনি এভারেস্টজয়ী সজল খালেদের মরদেহ। তারা ধারণা করছেন, হয়তো বরফের ভেতর পড়ে থাকতে পারে সজলের দেহ।

উদ্ধার অভিযানে থাকা শেরপা দল রোববার সাউথ সামিট ডেথজোনে সজল খালেদের চশমা খুঁজে পেয়েছেন। চশমা পেয়ে শেরপা দল ভেবেছিলো আশেপাশেই পাওয়া যাবে তার নিথর দেহ। কিন্তু অনেক খুঁজেও সজলকে পায় নি।

সজল খালেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েক ঘণ্টা  পর পর তাদের সঙ্গে শেরপা দলের  যোগাযোগ হচ্ছে।

এদিকে সকাল দশটার ফ্লাইটে সজলের স্ত্রী শৈলী কাঠমান্ডু রওয়ানা দিয়েছেন।

সোমবার সকালে নেপালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (কনস্যুলার) শামীমা চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে বরফে তার মরদেহ ঢাকা পড়ে গেছে। তবুও উদ্ধার অভিযান চলবে বলে তিনি জানিয়েছেন।

এর আগে শনিবার সজল খালেদের মরদেহ নামিয়ে আনতে হিমালয়ের বেস ক্যাম্প থেকে সাউথ সামিটের পথে রওনা দেয় একদল শেরপা। এ অভিযানে ১২ জনের এই শেরপা দলের সঙ্গে একটি ব্যাকআপ দলও রয়েছে, যারা তাৎক্ষণিক সহযোগিতা দেবে।

ধারণা করা হচ্ছে, সজল খালেদের মৃতদেহ হিমালয়ের প্রায় ৮ হাজার ৭৫০ মিটার উচ্চতায় সাউথ সামিটে রয়েছে। বরফ চাপা পড়ায় তা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

আরএম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)