বগুড়ায় রংপুর-বগুড়া সড়ক অবরোধ


প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ প্রত্যাহার ও গ্রেফতার করা নেতাকর্মীদের মুক্তিসহ কয়েকটি দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে বগুড়ায় রংপুর-বগুড়া সড়ক অবরোধ করেছে বিএনপি ও জামাত-শিবির
 

সকাল ৭টার দিকে সদর উপজেলার রংপুর-বগুড়া সড়কের গোকুল ও শাজাহানপুর এলাকায় কাঠের গুঁড়ি ও ইট-পাটকেল ফেলে সড়ক অবরোধ করে রাখে হরতাল সমর্থনকারীরা

এদিকে রোববার সকাল ৭টার দিকে হরতালের সমর্থনে শহরের খান্দার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবিরমিছিলটি সড়ক ও জনপথ মোড়ে আসার পর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে শিবির কর্মীরা

সমাবেশ ও মিছিল পরিচালনা করেন বগুড়া শহর ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক মিজানুর রহমানপ্রধান অতিথি থেকে বক্তব্য দেন শহর সেক্রেটারি মিজানুর রহমান

এছাড়া জেলা শহরের শেরপুর রোড, কলোনি, খান্দার, মালতীনগর, নাটাইপাড়া, চেলোপাড়া, নারুলী, সাবগ্রাম, শাজাহানপুর ও শেরপুর উপজেলাসহ বেশ কিছু স্থানে হালকা পিকেটিংয়ের খবর পাওয়া গেছে

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম  জানান, জনসাধারণের জানমাল রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে

এদিকে হরতালের কারণে দূরপাল্লার কোনো যানকে চলতে দেখা যায়নি, অল্প কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও লোক সমাগম কম থাকায় লেনদেন তেমন একটা ছিল না বললেই চলে

প্রতিবেদন : আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর
এজে- ২৬/৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)