আন্দোলনের নামে অরাজকতা করলে ছাড় দেয়া হবে না: শিক্ষামন্ত্রী




প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আন্দোলনের নামে অরাজকতা করলে কাউকে ছাড় দেয়া হবেনাবিরোধীদলীয় নেতা বেগম খালেদ জিয়া জনসমর্থণ হারিয়ে হেফাজতে ইসলামের ওপর ভর করেছেনঅযৌক্তিক কর্মসূচী দিয়ে দেশকে অচল করার ষড়যন্ত্র করছেনউন্নয়নের কোন চিন্তা না করে জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন 

শিক্ষামন্ত্রী আজ ২৫ মে শনিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আল-এমদাদ কলেজে নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর, বাঘিরঘাট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ও বহরগ্রাম-বানিগ্রাম রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন
 
তিনি বলেন, এদেশের মানুষ ভাল করে জানে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে উন্নয়ন হয় নাআওয়ামীলীগ মানে উন্নয়নের রাজনীতিগরীব দুঃখী মেহনতি মানুষের সরকার আওয়ামীলীগতিনি আরো বলেন, ইসলামের নাম ভাঙ্গিয়ে বিরোধীদল যে রাজনীতি করেছিল তা জনগণ বুঝে গেছেএখন মানুষ বুঝেছে কারা ইসলামের নাম ব্যবহার করে মতায় আসতে চায়

পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ সভাপতি রোটারিয়ান মঞ্জুর আহমদ ও বিদ্যালয় সভাপতি কমিউনিটি নেতা আব্দুল কাদির হাসনাত

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার বদরুল ইসলাম শোয়েব, জেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনির উদ্দিন, প্রমুখ । 


প্রতিবেদন : এম মহসীন, জেলা প্রতিনিধি, সিলেট
সম্পাদনা : সজল বি রোজারিও
এমএম/এসআর-২৫/৫-৩ 
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)