পদত্যাগ করলেন ইয়াহুর প্রধান ডিজাইনার


প্রস্ততি: প্রযুক্তি (প্রতিমুহূর্ত.কম) 

সম্প্রতি ইয়াহুর বেশকিছু কার্যক্রম তাদের খবরের শিরোনামে নিয়ে এসেছে। ব্র্যান্ডের প্রধান ডিজাইনার টিম পার্সের হঠাৎ ইস্তফা ইয়াহুকে আবারও খবরে পরিণত করলো। 

‘অলথিংসডি’ এর পক্ষ থেকে জানা যায়, ইয়াহুর ইউজার-এক্সপেরিয়েন্স ডিজাইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টিম পার্সে ইয়াহু থেকে বিদায় নিয়েছেন। 

টিম পার্সে ২০১১ সালে ইয়াহুতে যোগ দিয়েছিলেন।

নিজেদের নতুনভাবে মেলে ধরতে ইয়াহু যখন ব্যস্ত ঠিক তখনই পদত্যাগ করলেন টিম পার্সে। 

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বক্তব্যে পার্সে বলেন, ঠিক যে ধরণের কাজ করতে আমি পছন্দ করি এবং একটি ডিজাইন প্রতিষ্ঠানকে ঠিক যেভাবে চালাতে চাই, তার পুরোটাই ইয়াহুতে ছিল।আমি কাজ করে গর্বিত।

তবে ইয়াহুর জয়যাত্রা এখানেই থেমে থাকবে না। ইতোমধ্যেই ইয়াহু নেটিজেনদের মধ্যে নতুনত্বের ছোঁয়ায় ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। ভবিষ্যতেও ইয়াহুর ডিজাইনেও বড় পরিবর্তন দেখার সম্ভাবনা বেশ প্রবল।

ইয়াহুতে যোগদানের আগে টিম পার্সে মটোরোলা, ম্যাটেল এবং মাইক্রোসফটের এক্সবক্স টিমে কর্মরত ছিলেন।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস

ডেস্ক প্রতিবেদন : তাওসীফ তালুকদার
আরএম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)