১৫২তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’


প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত প্রযোজনা কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামী  ২৭ মে, ২০১৩ সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। রবীন্দ্রনাথের চিরায়ত সৃষ্টি কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

 সার্ধশত রবীন্দ্রবর্ষে স্বপ্নদলের শ্রদ্ধাঞ্জলি-স্মারক প্রযোজনা হিসেবে এবং রবীন্দ্রনাট্য নির্মাণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে স্বপ্নদল ২০১১-এ মঞ্চে আনে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

রবীন্দ্রনাথ ১৮৯২-এ মাত্র একত্রিশ বছর বয়সে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ আধুনিক সময়ে মানবের অন্তর্দ্ব›েদ্বর প্রতীকরূপে রচনা করেন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এর নাট্যকাহিনিতে উপস্থাপিত হয় এ সত্য- বাহ্যিক রূপের চেয়ে অনেক বেশি মূল্যাবান নারী-পুরষের চারিত্রশক্তি এবং এতেই প্রকৃতপক্ষে আত্মার স্থায়ী পরিচয়! রবীন্দ্রনাথ কাব্যনাটক ‘চিত্রাঙ্গদা’ রচনার প্রায় চুয়াল্লিশ বছর পরে ১৯৩৬-এ তাঁর পঁচাত্তর বছর বয়সে রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

সুপরিচিত ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যটি দেশে-বিদেশে অসংখ্যবার মঞ্চায়িত হলেও, রচনার ১১৯ বছর পরে স্বপ্নদলের প্রযোজনায়ই আধুনিক মঞ্চে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র নিয়মিত মঞ্চায়ন সূচিত হয় এবং একই সঙ্গে প্রযোজনাটি ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতোমধ্যে এর ২২টি মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।

‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকেরা হলেন- সোনালী রহমান জুলি, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান, শাখাওয়াত শ্যামল, শিশির সিকদার, হাসান রেজাউল, সামাদ ভূঞা, সুকন্যা আমীর, জেবুন্নেসা আলো, মাধূরী বেপারী সুমি, এনামুল হক শাহীন, রেজাউল মাওলা নাবলু, মাসুদ রানা, আলী হাসান, বিমল দাশ, সা প্রমুখ।

প্রসঙ্গত, রবীন্দ্রনাথের ১৫২তম জন্মবার্ষিকী ছিল গত ৮ মে। স্বপ্নদল বেশ কয়েক বছর ধরে নিয়মিতভাবে রবীন্দ্রনাথের জন্ম ও প্রয়াণ দিবস পালন করলেও এ বছর ঐ সময়ে ভয়াবহ ‘সাভার-ট্র্যাজেডি’ দুর্গতদের সাহায্যার্থে দলের ‘হরগজ’ প্রযোজনার মঞ্চায়ন থাকায় ২৭ মে রবীন্দ্রজয়ন্তী স্মরণে ‘চিত্রাঙ্গদা’-র প্রদর্শনী করছে। নর্দার্ন থিয়েটার আয়োজিত ‘নর্দার্ন স্টুডিও থিয়েটার ফেস্টিভ্যাল-২০১৩’-এর অংশ হিসেবে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে।


সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর
জেএ/২৫/০৫-২

প্রাসঙ্গিক সংবাদ দেখতে নিচের লিংকে ক্লিক করুন-
রবীন্দ্র জন্মবার্ষিকীতে সেলিম আল দীনের নাটক  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)