নিষেধাজ্ঞা লংঘন করে সিলেটে মুক্তিযোদ্ধা দলের মিছিল-সমাবেশ

 প্রস্তুতি সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

সরকারী নিষেধাজ্ঞা লংঘন করে আজ ২৫ মে শনিবার বিকেলে সিলেটে মিছিল সমাবেশ করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

১৮ দলের ডাকা রোববারের হরতালের সমর্থনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল  নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে চৌহাট্টা গিয়ে সমাবেশ করে। এ সময় পুলিশ তাদের কোন রকম বাঁধা দেয়নি।


জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও মহানগরের আহ্বায়ক সালেহ আহমদ খসর“র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, মহানগর শাখার সদস্য সচিব ডা. নাজমুল ইসলাম, মুক্তিযোদ্ধা দল নেতা আক্তার হোসেন মিন্টু, আনোয়ার হোসেন, প্রফেসর রুমেল, শহীদুল হোসেন মামুন, আলী হোসেন বাচ্চু, শেখ মঈন উদ্দিন প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশে আবারো একদলীয় শাসন কায়েম করতে চাইছে। এ জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে সাজানো নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে।


রাজপথের আন্দোলন-সংগ্রাম পণ্ড করতে তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর মামলা-হামলা চালাচ্ছে। কিন্তু জুলুম-নির্যাতন করে অতীতে কোন সরকার ক্ষমতায় থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।


উল্লেখ্য, সারা দেশে সভা সমাবেশের উপর এক মাসের সরকারী নিষেধাজ্ঞা থাকলেও সিলেটে মুক্তিযোদ্ধা দল তা মানেনি।

প্রতিবেদন : এম,মহসীন, জেলা প্রতিনিধি,সিলেট।
সম্পাদনা : আরফান সুপ্ত
এমএম/এএস ২৫/৫-৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)