প্রতিমুহূর্ত.কম ‌১ জুন থেকে 'আসিতেছে'

:: নিপুণ কাওসার ::

“অনলাইন নিউজপেপার অফ নিউ জেনারেশন”-এই স্লোগান নিয়ে আগামী ১ জুন থেকে যাত্রা শুরু করছে প্রতিমুহূর্ত.কম। বাংলাদেশের অনলাইন নিউজ মিডিয়ার কনিষ্ঠতম এই সদস্য এরই মধ্যেই গত দুই মাস ধরে ব্লগের মাধ্যমে প্রস্তুতিমূলক সংবাদ পরিবেশন করে আসছে।

আগামী ১ জুনই থেকে শুরু হচ্ছে প্রতিমুহূর্ত.কম এর আনুষ্ঠানিক পথচলা।

তরুণ একঝাঁক সাহসী, নির্ভীক, একনিষ্ঠ সংবাদকর্মীর মাধ্যমে প্রতিমুহূর্তের সর্বশেষ সংবাদ পাঠকদের কাছে পরিবেশন করাই এই নিউজ পোর্টালের মূল লক্ষ্য।

প্রায় ৫০ জন সংবাদকর্মীর একটি টিম কাজ করছে  প্রতিমুহূর্ত.কম-এ। সময়ের সাথে সংবাদকে আরো ও প্রাণবন্ত ও পাঠক নন্দিত করার লক্ষ্যে ভবিষ্যতে আরও লোকবল প্রয়োগের কথা জানিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ।

সংবাদ পরিবেশনে একনিষ্ঠতা, দেশপ্রেমবোধ, নিরপেক্ষতা, নৈতিকতা ও বলিষ্ঠ লেখনি যাচাইয়ের ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা হয় এই তরুণ  সাংবাদিকদের, যাদের অনেকেই এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘সংবাদিকতা ও গণমাধ্যম’ বিভাগে অধ্যয়নরত। তাদের সঙ্গে যোগ হয়েছে অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিকরাও।

প্রতিমুহূর্ত.কম এর সম্পাদক ও প্রকাশক হিসেবে রয়েছেন আবু তাহের ও নির্বাহী সম্পাদকের দায়িত্বে রয়েছেন বিপুল হাসান।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৯৩০ ঘন্টা, মে ২৪, ২০১৩
সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর
জেএ/বিএইচ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)