''নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হতে দেবে না বিএনপি''

প্রস্তুতি: রাজনীতি (প্রতিমুহূর্ত.কম)

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে বিএনপি নির্বাচনে অংশ নিবে না এবং নির্বাচন হতেও দেবে না বলে সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

১৮ দলীয় জোটের ডাকে রোববার হরতাল পালনের সময় সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক ব্রিফিং এ কথা বলেন তিনি। পাশাপাশি
দাবি জানান, সভাসমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের।

হরতাল পরিস্থিতি তুলে ধরে সংবাদ ব্রিফিংয়ে শামসুজ্জামান দুদু বলেন, '
রাজধানীসহ সারাদেশে সভা-সমাবেশ-মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রত্যহারের দাবিতে বিক্ষোভ-মিছিল হচ্ছে। এ সব মিছিলে পুলিশ শুধু আক্রমণই নয়, গুলিবর্ষণও করছে। আমরা সরকারকে জানাতে চাই, নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চলছে এবং চলবে।'

সংবাদ ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম প্রমুখ। 


প্রতিবেদন: জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর
জেএ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)