সিলেটে একক প্রার্থীতা নিশ্চিত করতে ১৮ দলের বৈঠক




প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)
এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী মনোনয়ন দিতে বিএনপি’র পর ১৮ দলীয় জোটের তৎপরতা শুরু হয়েছে। এ নিয়ে জামায়াত এবং ১৮ দলীয় জোটের সাথে আলাদা বৈঠকে বসছে বিএনপি।

সূত্র জানায়, মূলত ১৮ দলীয় জোটের পক্ষ থেকে একক প্রার্থীতা নিশ্চিত করতেই এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

সিলেট মহানগর বিএনপি’র সভাপতি ও চারদলীয় জোটের সমন্বয়ক এম এ হক জানান, আজ বিকাল ৪টায় প্রথমে জামায়াতের সাথে তাদের বৈঠক হবে। এরপর অনুষ্ঠিত হবে ১৮ দলীয় জোটের বৈঠক।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে এরই মধ্যে আরিফুল হক চৌধুরীকে একক মনোনয়ন দেয়া হয়েছে। ১৮ দলীয় জোটের শরীক জামায়াতের প্রার্থী কারাবন্দী এহসানুল মাহবুব জুবায়েরও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বিষয়ে সমঝোতায় পৌঁছতে মূলত ১৮ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে।

অন্যদিকে, নির্বাচনে ১৪ দলের একক প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামীকাল রোববার। ১৫ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।

প্রতিবেদন: শাহারিয়ার রহমান

এসআর-২৫/৫-৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)