সিলেটে হরতাল চলছে

প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আজ ২৬ মে রোববার ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে পালিত হচ্ছে।


আজ সকাল সাড়ে ৯টায় নগরীর শাহী ঈদগাহে শিবির ৬টি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা রাস্তায় ব্যারিকেড দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়।

এদিকে সকাল পৌনে ৯টায়  বিএনপি নেতা আব্দুল কাইয়ুম পংকীর নেতৃত্বে নগরীর জিন্দাবাজার থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি জেল রোড হয়ে বন্দরবাজার সিটিহার্ট সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত  সমাবেশ করে চলে যান বিএনপি নেতাকর্মীরা।

এছাড়া সকাল সোয়া ৮টায় নগরীর মদিনা মার্কেট এলাকায় মিছিল বের করার চেষ্টা করে শিবির। কিন্তু পুলিশের বাধার মুখে মিছিল করতে ব্যর্থ হয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

হরতালে সিলেট নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। সিলেট বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোন বাস। তবে ট্রেণ চলাচল স্বাভাবিক রয়েছে।

হরতালে  নাশকতা এড়াতে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছে বিজিবি ও র‌্যাবের টহল।

প্রতিবেদেন : এম মহসীন, সিলেট জেলা প্রতিনিধি
সম্পাদনা : আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর
এমএম/এজে- ২৬/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)