কংগ্রেসের গাড়িবহরে মাওবাদী হামলা : সাবেক মন্ত্রীসহ নিহত ২৫


প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)

ভারতে ক্ষমতাসীন কংগ্রেসের গাড়িবহরে হামলা চালিয়েছে 'মাওপন্থী বিদ্রোহীরা'। ছত্তিশগড় রাজ্যের রাজধানী রাইপুর থেকে প্রায় ২১৫ কিলোমিটার দূরে গতকাল ২৫মে শনিবার সন্ধ্যার পর সুকমা এলাকায় এ হামলায় কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা, সাবেক বিধায়ক উদয় মুড়িয়ারসহ ২৫ জন নিহত হয়েছেন বলে  জানিয়েছে ভারতের বেসরকারি টেলিভিশন স্টেশন এনডিটিভি।
 
এ বিষয়ে এনডিটিভি জানায়, কংগ্রেস গতকাল ছত্তিশগড়ের জগদলপুর জেলার বস্তারের দরবাঘাট এলাকায় একটি র‌্যালী বের করেছিল। হঠাৎ সেই র‌্যালী ঘিরে ফেলে প্রায় চার হাজার মাওবাদী। তারা একনাগাড়ে গুলি চালাতে থাকে।

নিহত মহেন্দ্র কর্মা স্থানীয় নকশালবিরোধী আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দেন। ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতাসীন অবস্থায় তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

তিনি জেড ক্যাটাগড়ির নিরাপত্তা পাচ্ছিলেন, অর্থাৎ ওই গাড়িবহরে যাওয়ার সময় তাকে ঘিরে অন্তত ৩০ জন পুলিশ থাকার কথা।

স্থানীয় সূত্র জানায়, ছত্রিশগড়ের কংগ্রেস প্রধান নন্দ কুমার পাটেল ও তার ছেলেকে মাওবাদীরা অপহরণ করেছে।

এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। সব কর্মসূচী বাতিল করে আগামীকাল জরুরী বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী রমন সিং।

প্রতিবেদন : শাহারিয়ার রহমান
সম্পাদনা : আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর 
এসআর/এজে- ২৫/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)