ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ে নিহত ১


 

প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ে এক ছিনতাইকারীর নিহত ও তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে।

২৫ মে শনিবার রাতে কাফরুল থানাধীন আগারগাঁও নতুন রাস্তায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে রাত সাড়ে ৯টায় ছিনতাইকারীরা একটি গাড়ি থামিয়ে ছিনতাই করার চেষ্টাকালে সাদা পোশাকে টহলরত ৪ পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় ছিনতাইকারীরা পুলিশদের লক্ষ্য করে গুলি চালায় ও হাতবোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার জন্য পুলিশও গুলি চালায়। পুলিশের ছোঁড়া গুলিতে এ সময় ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। তিন পুলিশও এসময় ছিনতাইকারীদের নিক্ষেপ করা হাতবোমার আঘাতে আহত হয়।

গুলিবিদ্ধ ছিনতাইকারীদের মধ্যে আশংকাজনক অবস্থায় একজনকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  নিয়ে আসে। গুলিবিদ্ধ আরেকজনসহ বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে রাত ১০ টায় কর্তব্যরত ডাক্তার ঢামেকে নিয়ে আসা ছিনতাইকারীকে মৃত বলে ঘোষণা করে।

অভিযানের দায়িত্বে থাকা আহত পুলিশ সদস্য এসআই রকিবুল ইসলাম, এএসআই মাসুদ ও কনস্টেবল হামিদুর রহমান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)