পোস্টগুলি

নভেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শুয়া চান পাখি (ট্রিবিউট টু বারী সিদ্দিকী) ফিউশন মিউজিক ভিডিও

ছবি
শুয়া চান পাখি (ট্রিবিউট টু বারী সিদ্দিকী) ফিউশন মিউজিক ভিডিও কথা ও সুর: উকিল মুন্সী (নেত্রকোণা) সংগ্রহ ও কণ্ঠ: বারী সিদ্দিকী শুয়া  চান পাখি আমার আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। তুমি আমি জনমভরা ছিলাম মাখামাখি আজি কেনো হইলে নীরব মেলোদুটি আঁখি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। তোমার আমার এই পিরীতি চন্দ্র সূর্য্য সাক্ষী হঠাৎ করে চলে গেলে বুঝলাম না চালাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। বিশ্বজোড়া এই তো রীতি সবই দেখছি ফাঁকি বাউল রশিদ বলে চলরে উকিল তারে ডাকলে বা হইবো কি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। শুয়া  চান পাখি আমার আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি।

বিমূর্ত এই রাত্রি আমার (ফিউশন মিউজিক ভিডিও)

ছবি
বিমূর্ত এই রাত্রি আমার (ফিউশন মিউজিক ভিডিও) কথা ও সুর: ভুপেন হাজারিকা (চলচ্চিত্র: সীমানা পেরিয়ে) কণ্ঠশিল্পী: ভুপেন হাজারিকা, আবিদা সুলতানা ও মৌমিতা ফেরদৌসী বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর সেই চাদরের ভাজে ভাজে নিশ্বাসেরই ছোঁয়া আছে ভালোবাসা আদর কামনার গোলাপ রাঙা সুন্দরি এই রাত্রিতে নিরব মনের ভরসা আনে শ্রাবন ভাদর সেই বরষার ঝরো ঝরো নিশ্বাসেরই ছোঁয়া আর ভালোবাসা আদর বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর দুরের আর্তনাদের নদীর ক্রন্দন কোন ঘাটের ভ্রুক্ষেপ নেই পেয়েছি আমি আলিঙ্গনের সাগর সেই সাগরের স্রোতে আছে নিশ্বাসেরই ছোঁয়া আর ভালোবাসা আদর বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর।।

ফেসবুক লাইভে সামিয়া এবং বালিশের বিচিত্র ব্যবহার

ছবি
শামসুন্নাহার সামিয়া, কাজ করছেন শোবিজে। তবে তাকে খ্যাতি এনেে দিয়েছে ফেসবুক লাইভে। সামিয়াকে নিঃসন্দেহে ফেসবুক সেলিব্রিটি বলা যেতে পাশে। লাইভে এসে বালিশ বা কুশন নিয়ে তার বিচিত্র অঙ্গভঙ্গিমা পেয়েছে দারুণ জনপ্রিয়তা...

আমি তোমাকে বলে দেব (Tribute to Sanjeeb Chowdhury )

ছবি
আমি তোমাকে বলে দেব  (Tribute to Sanjeeb Chowdhury ) কথা ও কণ্ঠ: সঞ্জীব চৌধুরী সুর: বাপ্পা মজুমদার আবৃত্তি: শিমূল মোস্তাফা/ সাইড ভোকাল: কর্ণিয়া আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছাঁয়া ।। আমি কাউকে বলিনি সে নাম কেউ জানেনা, না জানে আড়াল জানে কান্নার রং, জানে জোছনার ছাঁয়া  তবে এই হোক তীরে জাগুক প্লাবন দিন হোক লাবন্য হৃদয়ে শ্রাবণ তুমি কান্নার রং, তুমি জোছনার ছাঁয়া  আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছাঁয়া ।।

আমি বৃষ্টি দেখেছি (নতুন সাজে অঞ্জন দত্তের গান/ ফিউশন ভিডিও/)

ছবি
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি, শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি… চারটে দেয়াল মানেই নয়তো ঘর, নিজের ঘরেও অনেক মানুষ পর। কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে, ঝাপসা চোখে দেখা এই শহর … আমি অনেক ভেঙেচুরে, আবার শুরু করেছি, আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি। আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি, শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি… হারিয়ে গেছে তরতাজা সময়, হারিয়ে যেতে করেনি আমার ভয়। কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে, ঝপসা চোখে দেখা এই শহর … আমি অনেক শ্রোতে বয়ে গিয়ে, অনেক ঠকেছি, আমি আগুণ থেকে ঠেকে শিখে, অনেক পুড়েছি। আমি অনেক কষ্টে অনেক কিছুই দিতে শিখেছি, শুধু তোমায় বিদায় দিতে হবে, স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি… [নতুন সাজে অঞ্জন দত্তের গান/ ফিউশন ভিডিও]