শিশুশিল্পী থেকে পরিচালক

প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)

"হার ঘারি বাদাল রাহিহে, ধুপ জিন্দেগি......... " গানটির কথা সবারই মনে থাকার কথা। শাহ্‌রুখ খান ও প্রীতি জিনতার সেই অসাধারণ সুপারহিট 'কাল হো না হো' ছবিটির গানটির কথা বলছি।


গানটি ছবিটির নায়ক নায়িকার জীবনের সাথে কতটুকু মিলেছে, তা নাইবা জানা হলো; কিন্তু গানটির সাথে অসম্ভব মিল খুঁজে পাওয়া গেছে আতিথ নাইকের।

চিন্তায় পরে গেলেন? আতিথ নাইক আবার কে?

একটু মনে করে দেখুন সেই ছবিটিতে খুব কিউট একটি ছেলে ছিল। প্রীতির ভাই রুপে অভিনয় করেছিল।

হ্যাঁ, সেই আতিথ নাইক।  মাত্র ছয় বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি। "মুজসে দোস্তি কারোগি" ছবিতে ছিল ছোট ঋত্বিক রোশন।

২০ বছর বয়সে আতিথ ছবি করেছেন ১৬৭ টি ।

কিন্তু এই আতিথ নাইক এখন আর সেই শিশু শিল্পী আতিথ নয় বরং সে এখন পরিচালক। এবার কান ফেস্টিবালে তার শর্ট ফিল্ম    'দি গার্ল ইন দি  উডস' মনোনীত হয়েছে শর্ট ফিল্মের জন্য।

আতিথ নাইক জানিয়েছেন, তিনি ১৮ বছর বয়সে ভারত ত্যাগ করেন। তারপর তিনি ফিল্ম প্রোডাকশনের উপর পড়াশোনার জন্য ফিলিপাইন এবং তারপর উচ্চতর ডিগ্রীর জন্য লস অ্যাঞ্জেলস যান।

তিনি জানান, আমার অভিনেতা হবার স্বপ্ন কখনই ছিল না। আমি জানি কোন কাজটি আমি ভালো করতে পারব।

ডেস্ক রিপোর্ট : আরফান সুপ্ত, স্টাফ করেসপন্ডেন্ট
এএস ২৭/৫-১০

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)