বোস্টন হামলার শুনানি পিছিয়ে ১০ জুলাই ধার্য

প্রস্তুতি : আর্ন্তজাতিক (প্রতিমুহূর্ত.কম)

যুক্তরাষ্ট্রের সরকারপক্ষের আইনজীবীরা গত ২৪ মে শুক্রবার জানিয়েছেন, বোস্টন ম্যারাথনে সন্দেহভাজন বোমা হামলাকারী
জোখার সারনায়েভের শুনানি পিছিয়ে ১০ জুলাই শুনানির দিন ধার্য করা হয়েছে । আগামী ২ জুলাইয়ে এ শুনানি হওয়ার কথা ছিল।

বোস্টনের কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ‍অন্যান্য যেসব অভিযোগ জোখারের বিরুদ্ধে আনা হয়েছে সেসব প্রমাণিত হলে ‍যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে তার।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ম্যারাথন চলাকালে জোড়া বোমা হামলা হয়। এতে তিন জন নিহত ও আড়াই শতাধিক লোক আহত হয়।

এর পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফুটেজ দেখে সন্দেহভাজন বোমা হামলাকারীদের চিহ্নিত করে। তাদের ধরতে অভিযান চালায় পুলিশ ও গোয়েন্দারা।

এরপর ১৯ এপ্রিল পুলিশের গুলিতে নিহত হয় জোখারের বড় ভাই তামেরলান সারনায়েভ। পরের দিন জোখারকে গ্রেফতার দেখায় যুক্তরাষ্ট্র পুলিশ।


ডেস্ক রিপোর্ট : আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর
এজে- ২৫/৫-৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)