সিলেট সিটি নির্বাচনে বিএনপি’র একক প্রার্থী আরিফ

প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে একক প্রার্থী দিয়েছে বিএনপি। আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হয়েছেন আরিফুল হক চৌধুরী।

২৩ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির চার মেয়র প্রার্থীর সাথে বৈঠক শেষে তাকে এই সমর্থন দেওয়া হয়।

বিএনপির গুলশান কার্যালয় সুত্রে জানা যায়, রাত সাড়ে ৮টায় বৈঠক শুরু হলেও সন্ধ্যার আগেই সিলেটের চার মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী, নাসিম হোসাইন ও এডভোকেট শামসুজ্জামান জামান সেখানে হাজির হন। রাত সাড়ে ৮টা থেকে প্রায় ঘন্টা ব্যাপী রুদ্ধধার বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেটের বিএনপিকে আরো শক্তিশালী করতে সবাইকে এক যোগে কাজ করার নির্দেশ দেন। একই সাথে আগামী সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হককে বিজয়ী করার জন্য সবাইকে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এর আগে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড: খন্দকার মোশাররফ হোসেনসহ অন্যান্যরা এ চার জন কে নিয়ে বৈঠক করেন।

উল্লেখ্য, সিলেট বিএনপিতে দীর্ঘদিন ধরে এনিয়ে টানাপোড়েন চললেও শেষ পর্যন্ত দলের চেয়ারপার্সনের হস্তক্ষেপে জটিলতার অবসান হয়েছে। এর আগে শমসের মবিন চৌধুরী সিলেটে ঘুরে গেলেও চার প্রার্থীকে নিয়ে সমঝোতায় আসতে ব্যর্থ হন। ফলে কোন ঘোষণা না দিয়েই  তিনি সিলেট ত্যাগ করেন। বাধ্য হয়ে প্রার্থী নির্বাচনে দলের চেয়ারপার্সন হস্তক্ষেপ করেন। তিনি আবারো ঢাকায় তলব করেন প্রতিদ্বন্ধী চার প্রার্থীকে।


প্রতিবেদন : এম মহসীন, জেলা প্রতিনিধি, সিলেট
সম্পাদনা : হাসান ইমাম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)