ব্যক্তিত্বের প্রকাশ হাঁচিতে



প্রস্তুতি: লাইফস্টাইল (প্রতিমুহূর্ত.কম)

মানুষের হাঁচির ধরন দেখেই তার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করা যায় বলে সম্প্রতি এক মার্কিন গবেষণায় দাবি করা হয়েছে।
  
শিকাগোর স্মেল অ্যান্ড টেস্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।

গবেষণায় দেখা গেছে, হাঁচির পেছনে মানুষের মানসিক বৈশিষ্ট্য কাজ করে। ঠিক যেমন প্রত্যেকটা মানুষের মনের শারীরিক গঠন আলাদা, তেমন তাদের হাঁচিও আলাদা।

শিকাগোর স্মেল অ্যান্ড টেস্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের মনোবিজ্ঞানী ও স্নায়ুবিদ অ্যালেন হিসর্চ বলেন, ‘হাঁচিটা আসলে অনেকটা হাসির মতো। কেউ জোরে হাসেন কেউ খুব আস্তে হাসেন। হাসি দেখেই যেমন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করা যায় এক্ষেত্রেও ঠিক তেমন ধারণা করা যায়’।

তিনি আরও বলেন, ‘কোনও ব্যাখ্যাপ্রবণ ও খোলামেলা মনের মানুষের হ্যাচিঁ সাধারণত জোরদার বোমা বিস্ফোরণের মতো হয়ে থাকে। আর ভীতু ও লাজুক মানুষের হাঁচি হয় শব্দহীন’।

তবে এ ব্যাপারে ভারতীয় মনোবিদ অভিরুচি চট্টোপাধ্যায় বলেছেন, 'এ গবেষণা প্রতিবেদনটি কিছু সুনির্দিষ্ট মানুষের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। ফলে যে কেউ এর যথার্থতা নিয়ে প্রশ্ন তুলতেই পারেন।

প্রতিবেদন: তাওসীফ তালুকদার
টিটি -২৪/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)