তারেক রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার

প্রস্তুতি : রাজনীতি (প্রতিমুহূর্ত.কম)


প্রধান বিরোধী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এমনটাই জানিয়েছেন, আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

আজ ২৪ মে শুক্রবার দুপুরে, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘কর্নেল তাহের হত্যার বিচার, বিরোধী দলের নেতাদের মিথ্যাচার - সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বিদেশে বসে তারেক রহমান সরকার ধ্বংসের ষড়যন্ত্র করছে। একজন ফেরারি আসামি হয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন তা আইনের দৃষ্টিতে অপরাধ। তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যেই হোক আইন তার নিজস্ব গতিতে চলবে।


আইনপ্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত ও হেফাজত একই সূত্রে গাঁথা। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের দাবি একই। তারা সরকারের পতন চায়। তাই তাদের সবার বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নেয়া হবে।


আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তর বিহীনমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, সংগঠনের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমসহ আরও অনেকে।

সম্পাদনা : আতিক আহম্মেদ অর্পণ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)