৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

আজ ২৪ মে শুক্রবার ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর প্রভাতি ট্রেনের দুটি বগি ব্রাক্ষণবাড়িয়ার কসবা রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হওয়ায় প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী মাস্টার মাইনুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর প্রভাতী আজ শুক্রবার বেলা ১২টার দিকে কসবা স্টেশনের আগে আউটার সিগন্যালের কাছে পৌঁছালে দুইটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন কসবায় এসে দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার করলে বেলা ২টার দিকে মহানগর প্রভাতী ঢাকার উদ্দেশে রওনা হয়।

ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে বেলা সোয়া ৩টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় বলে সহকারী স্টেশন মাস্টার জানান।

এতে চারজন ট্রেন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়। দুর্ঘটনার কারণ জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ।

প্রতিবেদন : হাসান ইমাম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)