ম্যাচ পাতানোর অভিযোগ এবার আসাদ রউফের বিরুদ্ধে

প্রস্তুতি: খেলা (প্রতিমুহুর্ত.কম)

ম্যাচ ফিক্সিং কলংকের পর্দা উঠছে ধীরে ধীরে। স্পট ফিক্সিং বিতর্কে জুয়াড়িরা তো আছেনই; সঙ্গে ক্রিকেটার, দলের মালিক, বলিউড, টলিউড সুপারস্টাররা; এমনকি বোর্ড কর্তারা পর্যন্ত জড়িয়ে পড়ছেন। এবারে নাম উঠেছে পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ-এর।

তার বিরুদ্ধে মুম্বাই পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যে কোন ধরনের প্রতিযোগিতা থেকে আসাদকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ফিক্সিংয়ের খাতায় নতুন করে নাম লেখালেন এই পাকিস্তানের আম্পায়ার; সব মিলিয়ে ষোলকলা পূর্ণ হল ক্রিকেট ইতিহাসের ।

স্পট ফিক্সিং কাণ্ডে মুম্বই পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে রাউফের নাম। তার গতিবিধির উপর নজর রাখছে পুলিশ। এই অভিযোগ পাবার পরই আসাদ রাউফের নাম চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
যদিও আইসিসি পরিষ্কারভাবে জানায়নি আসলে আসাদের বিরুদ্ধে কি নিয়ে তদন্ত করছে মুম্বাই পুলিশ।

এমনিতেই ক্রিকেট মহলে খুব একটা সুনাম নেই রউফের। নারী ঘটিত ঘটনায় বেশ কয়েবার জড়িয়ে পড়েছিলেন এই পাকিস্তানী আম্পায়ার । 

আইপিএলে ম্যাচ গড়াপেটায় সাহায্যের আগে রউফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন ভারতীয় মডেল লিনা কাপুর। তার অভিযোগ ছিল, বিয়ের প্রলোভন দেখিয়ে লিভ টুগেদার করার পরও কথা রাখেননি রউফ।



লেখা: রাবিদ ইসলাস হৃদয়
সম্পাদনা : নিপুণ কাওসার
আরআই-২৪/৫-০১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)