চালু হচ্ছে ডেমু ট্রেন


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

আগামীকাল ২৫ মে শনিবার চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে চীন থেকে আমদানি করা ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেন। এদিন বেলা ১১টায় রেলমন্ত্রী মো. মুজিবুল হক চট্টগ্রাম স্টেশনে এ আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করবেন।

রেলওয়ে সূত্র জানায়, প্রাথমিকভাবে চট্টগ্রাম শহরের সার্কুলার ট্রেন, চট্টগ্রাম-লাকসাম কমিউটার ট্রেন ও চট্টগ্রাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিউটার ট্রেন এ তিনটি রেলপথে ডেমু ট্রেন চলবে।

ডেমু ট্রেনের বৈশিষ্ট্য হলো এই ট্রেন সামনে ও পেছনে উভয় দিক দিয়েই চলতে পারে, এজন্য ইঞ্জিন ঘুরিয়ে আনতে হয় না। এতে তিনটি বগি আছে। ১৮০ ফুট দীর্ঘ এ ট্রেন একসঙ্গে তিন শতাধিক যাত্রী পরিবহনে সক্ষম।

উল্লেখ্য, প্রায় ৪শ’ কোটি টাকা ব্যয়ে রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলের জন্য ২০ সেট ডেমু ট্রেন চীন থেকে আমদানি করা হচ্ছে।

গত ২৫ ফেব্রুয়ারি প্রথম দুইসে ডেমু ট্রেন আনার পর একসেট পূর্বাঞ্চল ও অন্যটি পশ্চিমাঞ্চলের জন্য পাঠিয়ে দেয়া হয়। আনুষ্ঠানিক যাত্রার আগে গত ১৬ মার্চ ও ১৮ মে ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হয়।

প্রতিবেদন : হাসান ইমাম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)