তাহলে কি সত্যি বিসিএসের প্রশ্ন ফাঁস হলো ???



প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে কিছু অসমর্থিত সূত্রে জানা যায়। গত কয়েক দিন ধরেই প্রশ্ন ফাঁস হয়েছে বা হবে- এমন গুজব শোনা যাচ্ছিল।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী গতকাল ২৩ মে বৃহস্পতিবার দিনগত রাতে মহসীন হল, এফ রহমান হল, জহুরুল হক হলসহ বিভিন্ন হলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজেশন জাতীয় কিছু কাগজপত্র উদ্ধার করেন।


একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে কিছু বিসিএস পরীক্ষার্থী উধাও হয়ে গেছেন। ২০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে শিক্ষার্থীদের একটি গোপন স্থানে নিয়ে প্রশ্ন ও উত্তর শিখিয়ে দেওয়া হচ্ছে। গণমাধ্যম বা পুলিশের হাতে চলে যেতে পারে আশঙ্কা করে প্রশ্ন লিখিত ভাবে দেওয়া হচ্ছে না।

আজ দিনগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন ফটোস্ট্যাট দোকানে প্রশ্ন ফটোকপি করা হচ্ছে- এমন গুজবও শোনা যাচ্ছিল। তবে এখন পর্যন্ত এর সত্যতা মিলেনি।

অসমর্থিত সূত্রে পাওয়া কিছু প্রশ্ন ও তার উত্তর -

প্রথম সেটের একটি প্রশ্ন এরকম- বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কী?’ এর উত্তর লেখা রয়েছে- কথোপকথন।

দ্বিতীয় সেটের একটি প্রশ্ন- ‘He is ____ home graduate.’ এর উত্তরে লেখা রয়েছে- a

তৃতীয় সেটের একটি প্রশ্ন- আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?’ এর উত্তর রয়েছে- ২০তম।

চতুর্থ সেটে রয়েছে- নীল লোহিত কার ছদ্মনাম?’ এর উত্তর- সুনীল গঙ্গোপাধ্যায়।

এছাড়া ঢাকা কলেজ, ইডেন কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও জোরশোর ভাবেই প্রশ্ন ফাঁস হওয়ার গুজব শোনা যাচ্ছে।

প্রতিবেদন : হাসান ইমাম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)