মংলা বন্দরের ট্রানজিট চায় প্রতিবেশী দেশগুলো : নৌ-মন্ত্রী

প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, অচল হয়ে যাওয়া মংলা বন্দরকে বর্তমান সরকার জীবন্ত করে তুলেছে। এ কারণে বর্তমানে এই বন্দরে জাহাজের আগমন বেড়ে গেছে। বন্দরের প্রধান সমস্যা চ্যানেলের নাব্যতা রায় ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শিগগিরই শুরু করা হবে। এছাড়া বন্দরের জন্য আরো ১টি নিজস্ব ড্রেজার ক্রয় করা হবে। এর ফলে মংলা বন্দরে বিরাজমান নাব্যতা সমস্যা কেটে যাবে।

মন্ত্রী আরো বলেন, নদী পথে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের উজ্জল সম্ভাবনা রয়েছে। এই উদ্দেশে একটি গভীর সমুদ্র বন্দরসহ পায়রা নামের তৃতীয় সমুদ্র বন্দর চালুর কাজ করছে সরকার। এছাড়া মংলা বন্দরের গুরুত্বের কারণে প্রতিবেশি দেশগুলো এ বন্দর ট্রানজিট হিসেবে ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করছে।

আজ ২৪ মে শুক্রবার সকালে মংলা বন্দরের নতুন গাড়ী ইয়ার্ড ও জেটি পরিদর্শনকালে সাংবাদিকদের নিকট মন্ত্রী এ সব কথা বলেন । পরে নৌ মন্ত্রী বন্দরের সম্মেলনে বন্দর কর্মকর্তা-কর্মচারীদের সাথে পৃথক বৈঠক করেন। এ সময়ে মংলা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান কমডোর হাবিবুর রহমান ভূইয়া, মংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলীসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন : রবিউল ইসলাম, জেলা প্রতিনিধি, বাগেরহাট
সম্পাদনা : হাসান ইমাম, বিভাগীয় সম্পাদক, সারাদেশ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)